উষ্ণায়ন
২৪ ডিসেম্বর ২০১২পৃথিবীর দক্ষিণ মেরু যাকে আমরা অ্যান্টার্কটিকা বলে জানি সেখানকার বরফ দ্রুত গলে যাচ্ছে, নতুন করে এই খবরটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা৷ এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, যা ধারণা করা হয়েছিলো তার চেয়েও প্রায় দ্বিগুণ গতিতে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ গলে পড়ছে৷ তাঁরা জানিয়েছেন, ১৯৫০ থেকে এখন পর্যন্ত অ্যান্টার্কটিকার তাপমাত্রা বেড়ে গেছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস৷ জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের সাধারণ যে রূপান্তর ঘটে থাকে, এটি তার চেয়েও প্রায় তিনগুণ বেশি দ্রুত গতিতে ঘটছে৷
বিজ্ঞানীরা জানিয়েছেন, পশ্চিম অ্যান্টার্কটিকাতে যে পরিমাণ বরফ রয়েছে তার সব যদি গলে যায় তাহলে বিশ্বের সমুদ্রের পানির উচ্চতা ১১ ফুট বেড়ে যাবে৷ বিজ্ঞানীদের আশঙ্কা যে ওই অঞ্চলে তাপমাত্রা দ্রুত গতিতে বাড়তে থাকায় বরফ গলে যাচ্ছে ধারণার চেয়ে বেশি দ্রুত গতিতে৷ এর ফলে বাংলাদেশ, ট্যুভ্যালুর মত দেশগুলো ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে৷ এমনকি লন্ডন এবং বুয়েনস আয়ার্স এর মত সমুদ্র তীরবর্তী শহরগুলোও বিপদের মধ্যে পড়বে৷ বিজ্ঞানীরা জানিয়েছে, গত এক শতাব্দীতে সমুদ্রের পানির উচ্চতা ২০ সেন্টিমিটার বা প্রায় আট ইঞ্চি বেড়ে গিয়েছে৷ জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞের প্যানেল ধারণা করছে, চলতি শতাব্দীতে ১৮ থেকে ৫৯ সেন্টিমিটার বা সাত থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত বাড়বে সমুদ্রের পানির উচ্চতা৷ এর সঙ্গে যদি যোগ হয় আর্কটিকের বরফ তাহলে তো কথাই নেই৷
বিশ্ব উষ্ণায়নের এই ধাক্কা যে কেবল দক্ষিণ মেরুতে লাগছে তা নয়৷ গত কয়েক বছরে উত্তর মেরু আর্কটিকের র বরফও কমে আসছে৷ অন্যদিকে দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকার বেশ কয়েকটি বরফের চাঁই ভেঙে পড়েছে৷ আর এগুলো ভেঙে পড়ার অর্থ হচ্ছে বরফ গলে যাচ্ছে৷ বিশ্ব উষ্ণায়ন উত্তর-দক্ষিণ দুই দিক থেকেই বিপদ ডেকে নিয়ে আসছে গোটা বিশ্বের জন্য৷
আরআই/জেডএইচ (রয়টার্স)