1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন

২৩ ডিসেম্বর ২০১২

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কিছুটা হলেও ভূমিকা রাখছে বাংলাদেশের ব্যাংকগুলো৷ তাদের এই কার্যক্রম ‘গ্রিন ব্যাংকিং’ নামে পরিচিত৷ কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এর উপর একটি বই প্রকাশ করে৷

https://p.dw.com/p/178Ii
Bangladeshi commuters wade through the flooded streets of Dhaka, Bangladesh, 22 July 2007. At least 15 people have been killed in floods in Bangladesh triggered by heavy monsoon rains over the past three days. EPA/ABIR ABDULLAH +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

গভর্নর আতিউর রহমান দোহার জলবায়ু সম্মেলনে বইটি উপস্থাপন করেন এবং তার ফলে সেখানে তিনি ‘গ্রিন গভর্নর' পরিচিতি পান৷ বইটির অন্যতম লেখক এডওয়ার্ড অপূর্ব সিংহ বলেন, বাংলাদেশ ব্যাংক গত বছর সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে ‘গ্রিন ব্যাংকিং' চালু করতে বলে৷ এর আওতায় ব্যাংকগুলোকে বিভিন্ন শাখায় সোলার প্যানেল স্থাপন ও ব্যাংকের ভেতর আলোর ব্যবস্থা করতে জ্বালানি সাশ্রয় করে এমন এলইডি বাল্ব ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়৷

এ পর্যন্ত প্রায় ১৫টি ব্যাংক সীমিত পর্যায়ে হলেও গ্রিন ব্যাংকিং শুরু করেছে বলে জানান এডওয়ার্ড অপূর্ব সিংহ৷ এছাড়া আরও বেশ কিছু ব্যাংক এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে৷

MMT green banking - MP3-Mono

শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার স্বার্থে গ্রহণ করা বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে ব্যাংকগুলো৷ যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সোলার সেচ প্রকল্পে, ট্রাস্ট ব্যাংক বায়োগ্যাস প্রকল্পে সহায়তা করছে৷ এতে যেমন অনেকের কর্মসংস্থান হচ্ছে, তেমনি পরিবেশেরও উপকার হচ্ছে৷ এছাড়া বাংলাদেশের প্রথম সোলার অ্যাসেম্বলিং প্ল্যান্ট তৈরির জন্য সহায়তা দিচ্ছে ইস্টার্ন ব্যাংক৷

তবে শুধু ব্যাংকগুলোকে পরামর্শ দিয়ে নয় কেন্দ্রীয় ব্যাংক নিজেও গ্রিন ব্যাংকিং করছে৷ যেমন ‘অটোমেটিক ক্লিয়ারিং হাউস' আর ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো' চালু করেছে বাংলাদেশ ব্যাংক৷ এর ফলে প্রয়োজনীয় কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাওয়ার কারণে কমে গেছে কাগজের ব্যবহার৷ আর কাগজ তৈরিতে যেহেতু অনেক গাছ কাটার প্রয়োজন পড়ে, তাই কেন্দ্রীয় ব্যাংক কাগজের ব্যবহার কমিয়ে পরিবেশের উপকার করছে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য