1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্র বিতর্কে জার্মান মন্ত্রীর পদত্যাগ

১৮ নভেম্বর ২০২০

উগ্রপন্থি ব্যবসায়ী থেকে অস্ত্র কেনার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন জার্মানির মেকলেনব্যুর্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী লোরেন্স কাফিয়ের৷

https://p.dw.com/p/3lUYL
ছবি: Jens Büttner/dpa/picture alliance

এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ২০১৮ সালে শিকারের জন্য পিস্তল কিনেছিলেন কাফিয়ের৷ পরে জানা যায় এ অস্ত্র বিক্রেতা জার্মানির উগ্রপন্থি দল নর্ডক্রুয়েজের সদস্য৷ দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের সন্দেহের তালিকায় ছিলেন এ ব্যবসায়ী৷ ২০১৯ সালে উগ্রপন্থি দলের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয় সরকার৷

এমন ব্যবসায়ী থেকে অস্ত্র কেনার ফলে জার্মান মন্ত্রীর উগ্রপন্থি দলের সাথে যোগাযোগ আছে বলে অভিযোগ করেন কেউ কেউ৷

সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন কাফিয়ের৷ অবশ্য উগ্রপন্থি দলের সাথে যোগযোগের অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷

অস্ত্র কেনার বিষয়ে কাফিয়ের বলেন, ‘‘এ বিষয়টির জন্য আমি দুঃখ প্রকাশ করছি৷ তবে আমি দুঃখ প্রকাশ করছি অস্ত্র কেনার জন্য নয়, কেনার প্রক্রিয়াটির জন্য৷ আমি এমন একজন থেকে অস্ত্র কিনেছি যার কাছ থেকে আমার এটি কেনা উচিত হয়নি৷’’

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি রাজ্যের গোয়েন্দা দপ্তরের কার্যক্রম দেখাশোন করতেন৷ ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাফিয়ের খ্রিষ্টিয় গণতন্ত্রী দলের রাজ্যে প্রধানের দায়িত্ব পালন করেছেন৷

আরআর/কেএম (এপি, ডিপিএ)

গতবছর মার্চের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান