1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসুস্থ ছেলেকে ফেলে দেয়া

আনে-সোফি ব্র্যান্ডলিন/এআই৫ আগস্ট ২০১৪

অস্ট্রেলিয়ার এক সন্তানহীন দম্পতি থাইল্যান্ডের একটি নারীর গর্ভ ভাড়া নিয়েছিলেন৷ সব কিছু পরিকল্পনা মতো শুরু হলেও বিপত্তি বাধলো তখন, যখন জানা গেলো, গর্ভে জমজ সন্তান বেড়ে উঠছে এবং দুই বাচ্চার একটির ‘ডাউন সিনড্রম’ রয়েছে৷

https://p.dw.com/p/1CoVi
Screenshot www.gofundme.com
গ্যামির জন্য সাহায্যের আহ্বানছবি: gofundme.com

‘সারোগেট মাদার' বা গর্ভ ভাড়া দেয়া নারী খুঁজছেন – এমন দম্পতির জন্য থাইল্যান্ড এক জনপ্রিয় গন্তব্য৷ দেশটির আইনি কাঠামোয় এই বিষয়ে স্বচ্ছ দিক নির্দেশনা নেই৷ আর সে সুযোগে অনেক নারী-ই বাড়তি উপার্জনের আশায় নিজ গর্ভ ভাড়া দিচ্ছেন৷

এমনই এক নারী পাত্তারামোন চানবুয়া৷ ‘সারোগেট এজেন্সির' মাধ্যমে অস্ট্রেলিয়ার এক দম্পতি ১৪, ৯০০ মার্কিন ডলারের বিনিময়ে তাঁর গর্ভ ভাড়া নেন৷ এরপর ‘ইন-ভিট্রো-ফার্টিলাইজেশন' পদ্ধতিতে চানবুয়ার জরায়ুতে ভ্রুণ স্থাপন করা হয়৷

যে দম্পতির সন্তান তিনি গর্ভে ধারন করেছেন, তাঁদের কখনো দেখেননি চানবুয়া৷ উদ্দেশ্য ছিল এভাবে উপার্জিত অর্থ দিয়ে ধারদেনা শোধ করবেন৷ পাশাপাশি তাঁর দুই সন্তানের লেখাপড়ার খরচ মেটাবেন৷

Baby Gammy Down Syndrom
গ্যামির সঙ্গে চানবুয়াছবি: picture-alliance/AP Photo

যাহোক, গর্ভধারণের এক পর্যায়ে চিকিৎসকরার জানতে পারেন যে, চানবুয়ার গর্ভে জমজ সন্তান রয়েছে এবং এদের একজন ‘ডাউন সিনড্রমে' আক্রান্ত৷ এই রোগের কারণে শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি ঠিকভাবে হয় না৷ ফলে তারা বড় হলেও তাদের বুদ্ধির ‘লেভেল' থেকে যায় শিশুদের সমপরিমাণ৷ এছাড়া আরো অনেক শারীরিক সমস্যা তৈরি হতে পারে ‘ডাউন সিনড্রমের' কারণে৷

বিষয়টি জানার পর বেঁকে বসে অস্ট্রেলিয়ার দম্পতি৷ তাঁরা চানবুয়াকে গর্ভপাতের পরামর্শ দেন৷ কিন্তু থাইল্যান্ডের আইনে সেটা সম্ভব ছিল না৷ ফলে গত বছরের ডিসেম্বরে জমজ সন্তানের জন্ম দেন চানবুয়া৷ এরপর তাদের ‘বায়োলজিকাল' পিতা-মাতা থাইল্যান্ডে আসেন এবং সুস্বাস্থ্যের অধিকারী মেয়ে শিশুটিকে নিয়ে যান৷

বলা বাহুল্য, থাইল্যান্ডে থেকে যায় তাঁদের অপর সন্তান৷ ‘ডাউন সিনড্রোম' আক্রান্ত বলে এমন পরিণতি তার৷ চানবুয়া শিশুটির নাম রেখেছেন গ্যামি৷ অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসিকে তিনি বলেন, ‘‘ওর জন্য আমার দুঃখ হয়৷ আমি জানিনা এখন আমার কী করা উচিত৷ তবে সে আমার নিজের সন্তানের মতো৷ আমি তাই আমার অন্য দুই সন্তানের মতোই ওকে ভালোবাসি৷''

অস্ট্রেলিয়ার দম্পতি অবশ্য এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি৷ গণমাধ্যমও তাঁদের পরিচয় প্রকাশ করেনি৷ তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷ ‘ডাউন সিনড্রোম' আক্রান্ত বলে নিজের সন্তানকে এভাবে ফেলে চলে যাওয়াটা মানতে পারেননি অনেকে৷ মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশিত এরকম কয়েকটি মন্তব্য জুড়ে দেয়া হলো এখানে:


Screenshot Twitter Gammy
কাটিয়া মালাকিয়াস নামের এক ভদ্রমহিলা গ্যামির প্রতি সমর্থন জানিয়ে ‘ডাউন সিনড্রোম' আক্রান্ত তাঁর সন্তানের ছবি প্রকাশ করেছেন টুইটারেছবি: twitter.com/CatiaMalaquias

প্রসঙ্গত, গ্যামির হৃদযন্ত্রেও একটি ফুটো রয়েছে৷ তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন৷ তবে এটা এখন কোনো সমস্যা নয়৷ কেননা ইন্টারনেটে ‘হোপ ফর গ্যামি' ক্যাম্পেইনের আওতায় দু'লাখ মার্কিন ডলারের বেশি ইতোমধ্যেই সংগ্রহ হয়ে গেছে৷ বায়োলজিকাল বাবা-মা দায়িত্ব না নিলেও গোটা বিশ্বের অসংখ্য মানুষ এখন গ্যামির পাশে রয়েছেন৷

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গ্যামি৷ যার গর্ভে সে বেড়ে উঠেছিল, সেই মা জানিয়েছেন গ্যামিকে নিজের সন্তানের মতোই বড় করবেন তিনি৷ তবে তাঁর এই ঘটনা থাইল্যান্ডে গর্ভ ভাড়া দেয়ার বাণিজ্যের ইতি টানতে চলেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান