অলিম্পিক আয়োজন
১০ মার্চ ২০১৩২০২০ সালে অলিম্পিক প্রতিযোগিতা আয়োজন করতে চায় স্পেনের রাজধানী মাদ্রিদ৷ তাদের পাল্লা দিতে হবে টোকিও ও ইস্তানবুলের মতো শহরের সঙ্গে৷ সেপ্টেম্বর মাসে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে৷ এই নিয়ে পর পর তিনবার অলিম্পিক আয়োজনের চেষ্টা করছে স্পেন৷
কিন্তু তার আগে মাদ্রিদের এই প্রচেষ্টার বিভিন্ন দিক খতিয়ে দেখতে শহরে আসছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক প্রতিনিধিদল৷ ১৮ থেকে ২১শে মার্চ তাঁরা স্পেনের প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখবেন৷ ডোপিং-এর বিষয়টি যেভাবে গুরুত্ব পাচ্ছে, তার জের ধরে স্পেনের সরকার শুক্রবারই ডোপিং-বিরোধী আরও কড়া আইন প্রণয়ন করার ঘোষণা করেছে৷ এমনকি বর্তমানে জাতীয় স্তরে যে রাষ্ট্রীয় অ্যান্টি-ডোপিং এজেন্সি রয়েছে, তা বন্ধ করে নতুন এক সংস্থা গড়ে তার হাতে আরও ক্ষমতা দিতে চায় স্পেন৷
ডোপিং করতে গিয়ে ধরা পড়লে শাস্তির মাত্রাও বহুগুন বাড়াতে চায় স্পেনের সরকার৷ এমনকি ৪ লক্ষ ইউরো জরিমানা হতে পারে৷ সন্দেহের যথেষ্ট কারণ থাকলে কোনো ক্রীড়াবিদকে রাত ১১টা থেকে ভোর ৬টার মধ্যেও ঘুম থেকে তুলে শারীরিক পরীক্ষা করা সম্ভব হবে৷ আগামী জুন-জুলাইয়ের মধ্যে এই আইন কার্যকর হবে বলে আশা করছে সরকার৷
ডোপিং-এর বিরুদ্ধে সংগ্রামে স্পেনের অতীত রেকর্ড মোটেই ভালো নয়৷ ফলে সদিচ্ছা প্রমাণ করতে সে দেশকে বেশ বেগ পেতে হচ্ছে৷ ‘অপারেশন পুয়ের্তো' নামে এক ব্যাপক তদন্ত প্রক্রিয়া চলছে, যার আওতায় ডোপিং-এর একাধিক ঘটনা সম্পর্কে অনেক তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে৷
এসবি/জেডএইচ (এএফপি, এপি)