২০২০ সালের অলিম্পিকের দৌড়ে টোকিও ও মাদ্রিদ
১ নভেম্বর ২০১২সংকটের সময় উৎসব কি ভালো দেখায়? নাকি সংকট কাটাতেই উৎসবের প্রয়োজন? এখানে উৎসব মানে অলিম্পিক প্রতিযোগিতা৷ বছরের পর বছর ধরে প্রস্তুতি, অবকাঠামোর উন্নয়ন ইত্যাদির পর মাত্র কয়েক দিন ধরে চলে প্রতিযোগিতার আসর৷ তারপর যে যার দেশে ফিরে যায়৷ কিন্তু সেই আয়োজনের সুফল ভোগ করে শহর, অঞ্চল ও গোটা দেশের মানুষ৷ বিনিয়োগ আকর্ষণ করা সহজ হয়, কর্মসংস্থানে জোয়ার আসে৷
মাদ্রিদ ও টোকিও ২০২০ সালের অলিম্পিকের আসর আয়োজন করতে চায়৷ আগামী বছরের ৭ই সেপ্টেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস'এ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ আর্থিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশ স্পেনের রাজধানী এই প্রচেষ্টার মধ্যে বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছে৷ অন্যদিকে ভূমিকম্প, সুনামি ও ফুকুশিমা পরমাণু কেন্দ্রে দুর্ঘটনার পর টোকিও শহরের ভাবমূর্তি ও মানুষের মনোবল পড়তির দিকে৷ এই অবস্থায় জাপান ঘটা করে অলিম্পিক আয়োজন করে এক ঢিলে একাধিক পাখি মারতে চায়৷
টোকিও'র প্রার্থিতার পুরোহিত করা হয়েছে সুনেকাজু তাকেদা'কে৷ তাঁর পূর্বপুরুষেরা আবার জাপানের মেইজি সাম্রাজ্যের সম্রাটরা৷ ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে জাপানের আধুনিকীকরণ ও দেশকে পাশ্চাত্য সভ্যতার কাছাকাছি আনতে এই পরিবারের বিশেষ ভূমিকা ছিল৷ তিনি নিজে ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে অংশ নিয়েছিলেন৷
তবে অলিম্পিক আয়োজন করতে চাইলে আজকাল যতটা আগ্রাসী মনোভাব দেখিয়ে কোনো শহরের বিপণন করতে হয়, জাপানি সংস্কৃতির অতি ভদ্রতাবোধ তার পথে বাধা হয়ে দাঁড়ায়৷ ২০১৬ সালের অলিম্পিক বিড'এর সময়ও টোকিও'কে পেছনে ফেলে বারাক ওবামার শিকাগো, মাদ্রিদ ও রিও দ্য জানেরো এগিয়ে যায়৷ শেষ পর্যন্ত রিও বরাত পায়৷ ২০২০ সালের বরাত পাওয়ার জন্য টোকিও অবশ্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আসরে নামতে চায়৷
মাদ্রিদের পক্ষে ২০২০ সালের লড়াইয়ে নেমেছেন স্পেনের জাতীয় অলিম্পিক কমিটির প্রধান আলেখান্দ্রো ব্লাংকো৷ তিনি আশা করছেন, অন্য অনেক শহরের মতো মাদ্রিদ'ও অলিম্পিক আয়োজনের সুযোগ পেয়ে বেশ লাভবান হবে৷ তাছাড়া তাঁর মতে, শহরের অবকাঠামোর প্রায় ৮০ শতাংশ এখনই এমন বড় আয়োজনের জন্য প্রস্তুত৷
এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)