অভিবাসনবিরোধী উসকানি দিয়ে অবৈধ অস্ত্র বিক্রি
১৯ ডিসেম্বর ২০১৮অভিবাসনবিরোধী একটি ওয়েবসাইটে ১৬৭ টি অস্ত্র অবৈধভাবে বিক্রির অভিযোগে মারিও আর-কে দুই বছর ১০ মাস কারাদণ্ড দিয়েছে জার্মানির ঐ আদালত৷ পাশাপাশি অবৈধ অস্ত্র বিক্রির ৯৯ হাজার ১০০ ইউরো অর্থ বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে৷ জার্মানির ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইনের কারণে মারিও আর-এর পারিবারিক উপাধি প্রকাশ করা হয়নি৷
৩৫ বছর বয়সি এই জার্মান ‘মিগ্রান্টেনশ্রেক' নামে একটি ওয়েবসাইট চালান৷ ওয়েবসাইটে অভিবাসীদের বিরুদ্ধে জার্মানদের উসকানোর পাশাপাশি শরণার্থীদের থেকে নিজেদের সুরক্ষার জন্য অস্ত্র কিনতে উৎসাহিত করা হয়৷
ওয়েবসাইটে বেশ কয়েকটি টিউটোরিয়াল ভিডিও আছে, যেখানে কার্ডবোর্ড দিয়ে বিভিন্ন শরণার্থী এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের প্রতিকৃতি বানিয়ে বিভিন্ন অস্ত্র দিয়ে সেগুলোতে আঘাত করা হয়৷ সেখানে বলা হয়েছে ‘‘নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করুন৷''
অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের মে মাস থেকে নভেম্বর পর্যন্ত মারিও হাঙ্গেরি থেকে অস্ত্র কিনে জার্মানিতে বিক্রি করেছেন৷ তবে শুনানিতে মারিও বলেছেন, তিনি জার্মানির আইন সম্পর্কে অবহিত ছিলেন না৷ তার এখনো আপিলের সুযোগ রয়েছে৷ ২০১৬ সালে বুদাপেস্ট থেকে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)