1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুর লেলিয়ে কারাগারে

১২ ডিসেম্বর ২০১৮

২৪ বছর বয়সি এক জার্মানের বিরুদ্ধে সিরীয় এক নাগরিকের দিকে নিজের কুকুর লেলিয়ে দিয়ে আহত করার দায়ে চার বছরের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে৷ মে মাসে ঘটনাটি ঘটেছে৷

https://p.dw.com/p/39vDq
Landgericht in Magdeburg
ছবি: picture-alliance/dpa/J. Wolf

জার্মানির মাগডেবুর্গ শহরের এক পার্কে পিকনিক করছিল এক সিরীয় পরিবার৷ সেখানে শিশুরাও ছিল৷ ঐ সময় পার্কে দুটি কুকুর নিয়ে হাঁটছিলেন এক জার্মান৷ তিনি সিরীয় পরিবারকে দেখে প্রথমে চিৎকার চেঁচামেচি করেন৷এরপর আবার কিছুক্ষণ পর ফিরে এসে ঐ পরিবারের প্রতি রাগ প্রকাশ করতে থাকেন৷ শুধু তাই নয়, নিজের কুকুর দুটির গলায় বাঁধা দড়ি বেশ কয়েকবার এমনভাবে টানতে থাকেন যেন কুকুর দুটি বিরক্ত হয়ে ঐ পরিবারকে আক্রমণ করে৷

এই অবস্থায় পরিবারের সদস্য ২৯ বছরের এক ব্যক্তি, যিনি ঐ শিশুদের বাবা, তিনি বিষয়টি নিয়ে কথা বলতে এগিয়ে আসেন৷ কিন্তু কুকুর দুটি তার উপর হামলে পড়ে কামরাতে থাকে৷ এতে ঐ ব্যক্তি মারাত্মকভাবে আহত হন বলে আদালত জানিয়েছে৷ এমনকি একটি কুকুর তাঁর পায়ে এমনভাবে কামড় দেয় যে, অল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ শিরা পুরোপুরি ছিঁড়ে যায়নি৷

আদালত জানিয়েছেন, অভিযুক্ত ঐ ব্যক্তি এর আগেও এমন অপরাধ করেছেন৷ মার্চ মাসে তিনি এক জার্মান ব্যক্তির দিকেও কুকুর লেলিয়ে দিয়েছিলেন৷ তার আগের মাসে এক ট্রামে তিনি জার্মানির বাইরে থেকে আসা এক ব্যক্তিকে প্রহার করেছিলেন৷

নিজের বান্ধবীকে মারধর ও নির্যাতনের অভিযোগও রয়েছে ঐ ব্যক্তির বিরুদ্ধে৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান