কুকুর লেলিয়ে কারাগারে
১২ ডিসেম্বর ২০১৮জার্মানির মাগডেবুর্গ শহরের এক পার্কে পিকনিক করছিল এক সিরীয় পরিবার৷ সেখানে শিশুরাও ছিল৷ ঐ সময় পার্কে দুটি কুকুর নিয়ে হাঁটছিলেন এক জার্মান৷ তিনি সিরীয় পরিবারকে দেখে প্রথমে চিৎকার চেঁচামেচি করেন৷এরপর আবার কিছুক্ষণ পর ফিরে এসে ঐ পরিবারের প্রতি রাগ প্রকাশ করতে থাকেন৷ শুধু তাই নয়, নিজের কুকুর দুটির গলায় বাঁধা দড়ি বেশ কয়েকবার এমনভাবে টানতে থাকেন যেন কুকুর দুটি বিরক্ত হয়ে ঐ পরিবারকে আক্রমণ করে৷
এই অবস্থায় পরিবারের সদস্য ২৯ বছরের এক ব্যক্তি, যিনি ঐ শিশুদের বাবা, তিনি বিষয়টি নিয়ে কথা বলতে এগিয়ে আসেন৷ কিন্তু কুকুর দুটি তার উপর হামলে পড়ে কামরাতে থাকে৷ এতে ঐ ব্যক্তি মারাত্মকভাবে আহত হন বলে আদালত জানিয়েছে৷ এমনকি একটি কুকুর তাঁর পায়ে এমনভাবে কামড় দেয় যে, অল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ শিরা পুরোপুরি ছিঁড়ে যায়নি৷
আদালত জানিয়েছেন, অভিযুক্ত ঐ ব্যক্তি এর আগেও এমন অপরাধ করেছেন৷ মার্চ মাসে তিনি এক জার্মান ব্যক্তির দিকেও কুকুর লেলিয়ে দিয়েছিলেন৷ তার আগের মাসে এক ট্রামে তিনি জার্মানির বাইরে থেকে আসা এক ব্যক্তিকে প্রহার করেছিলেন৷
নিজের বান্ধবীকে মারধর ও নির্যাতনের অভিযোগও রয়েছে ঐ ব্যক্তির বিরুদ্ধে৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)