1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুর সঙ্গে পাঞ্জায় শুমাখার

৩১ ডিসেম্বর ২০১৩

ফর্মুলা ওয়ানের জীবন্ত কিংবদন্তি মিশায়েল শুমাখার ফ্রেঞ্চ আল্পস-এ স্কি করতে গিয়ে পড়ে যান৷ মাথা পাথরে ঠুকে যাওয়ায় তিনি জীবন-সংকটে৷ ফ্রান্সের এক হাসপাতালে তাঁর পাশে আছেন স্ত্রী কোরিনা, মেয়ে জিনা মারিয়া ও পুত্র মিক৷

https://p.dw.com/p/1AiPm
Michael Schumacher Ski-Unfall ARCHIV
মিশায়েল শুমাখারের জীবন সংকটাপন্নছবি: picture-alliance/dpa

পরিবারের সঙ্গে বড় দিনের ছুটি কাটাচ্ছিলেন ফর্মুলা ওয়ান ইতিহাসের সফলতম ড্রাইভার মিশায়েল শুমাখার৷ রোববার নিজের ছেলের সঙ্গে গিয়েছিলেন স্কি করতে৷ মাথায় হেলমেটও ছিল৷ তবু পা হড়কে পড়ে যাওয়ায় ভয়ংকর চোট পান বিশ্ব ক্রীড়াঙ্গনের এই জার্মান সুপারস্টার৷ মাউন্টেন পুলিশ উদ্ধার করার সময়ও তাঁর জ্ঞান ছিল৷ প্রথমে কাছের রিসর্ট এবং তারপর সেখান থেকে হাসপাতালে নেয়ার পর অবস্থার দ্রুত অবনতি হয়৷ শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার জন্য সুবিখ্যাত নিউরোসার্জন জেরাঁ সাইয়োঁ প্যারিস থেকে আসার পর পরই অচেতন হয়ে যান শুমাখার৷ ফ্রান্সের গ্রেনবেল হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, সে অবস্থাতেই শুমাখারের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়৷ এরপর তাঁর ব্রেনের ‘প্রেসার’ কমানোর জন্য শুমাখারকে ওষুধ দিয়ে কোমায় রাখা হয়৷ এখন তাঁর অবস্থা একটু ভালোর দিকে হলেও আরো ৪৮ ঘণ্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

Michael Schumacher 2006
২০০৬ সালে অবসর নিয়েছিলেন শুমাখারছবি: DAMIEN MEYER/AFP/Getty Images

২০০৬ সালে অবসর নিয়েছিলেন শুমাখার৷ তার আগেই অবশ্য ফর্মুলা ওয়ানে বলতে গেলে সবই পাওয়া হয়ে যায় ৪৪ বছর বয়সি ‘শুমি'-র৷ সাতটি ড্রাইভার শিরোপার পাশাপাশি জিতেছেন ৯১টি গ্রাঁ প্রিঁ শিরোপা – এমন সাফল্য অনেক বড় ফর্মুলা ওয়ান তারকার কাছে এখনো শুধুই স্বপ্ন৷ ২০১০ সালে আবার ফিরে আসেন ফর্মুলা ওয়ানে৷ স্কিয়িং করতে গিয়ে জীবনের ট্র্যাক থেকেই এখন তাঁর ছিটকে পড়ার অবস্থা৷

তাঁর জীবন সংকটাপন্ন জেনে ভক্তকুল তো বটেই, বিশ্বের তারকা ক্রীড়াবিদরাও প্রহর গুনছেন উৎকণ্ঠায়৷ সবাই দ্রুত আরোগ্য কামনা করছেন মিশায়েল শুমাখারের৷ ফর্মুলা ওয়ানের সাবেক চ্যাম্পিয়ন জেনসন বাটন, বাস্কেটবল তারকা ডির্ক নভিস্কি, আর্সেনালের জার্মান তারকা ফুটবলার লুকাস পোডলস্কি, টেনিসের সাবেক বিশ্বসেরা বরিস বেকার – সবাই সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মানুষকে শুমাখারের সুস্থতা কামনা করার অনুরোধ জানিয়েছেন৷ ফর্মুলা ওয়ানে শুমাখারের সাবেক সতীর্থ ফেলিপ মাসা ফটো শেয়ারিং নেটওয়ার্ক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমার ভাই, আমি তোমার জন্য প্রার্থনা করছি৷ আশা করি তাড়াতাড়ি সেরে উঠবে তুমি৷ মিশায়েল, ঈশ্বর তোমার মঙ্গল করুন!''

এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য