অবশেষে ইইউ-ব্রিটেন বাণিজ্য চুক্তিতে সম্মত
২৪ ডিসেম্বর ২০২০ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ‘‘চুক্তি সম্পন্ন৷’’
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এটি দুই পক্ষের জন্যই স্বাক্ষরিত সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি৷ ২০১৯ সালে এই অঞ্চলে বাণিজ্যের পরিমাণ ছিল ৭৪৭ বিলিয়ন ইউরো৷
২০১৬ সালে এক গণভোটের মাধ্যমে ইইউ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন৷ এরপর চলতি বছরের ৩১ জানুয়ারি সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়৷ তবে ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ-ব্রিটেনের মধ্যে কীভাবে বাণিজ্য চলবে তা নিয়ে একটি চুক্তির আলোচনা চলছিল৷ ৩১ ডিসেম্বরের মধ্যে চুক্তি সই না হলে দুই ব্লকের মধ্যে ব্যবসা-বাণিজ্যে নানা সমস্যা দেখা দিত৷
চুক্তি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে গত কয়েকদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন নিজেদের মধ্যে বেশ কয়েকবার কথা বলেছেন৷ বুধবার রাত থেকেই চুক্তিতে সম্মত হওয়ার কথা শোনা যাচ্ছিল৷ তারপরও সারারাত আলোচনা চলে৷ এরপর বৃহস্পতিবার সকাল থেকেই চুক্তির খবর আশা করা হচ্ছিল৷
আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রেক্সিটের পর মাছ ধরার কোটা ব্যবস্থা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতানৈক্য ছিল৷ সে কারণে চুক্তিতে পৌঁছতে এত সময় লেগেছে৷
প্রতিক্রিয়া
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফন ডেয়ার লাইয়েন একে ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ চুক্তি বলেছেন।
বরিস জনসন বলেন, ‘‘আমরা আমাদের আইন ও ভাগ্যের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছি।’’ এটা পুরো ইউরোপের জন্য একটি ‘ভালো চুক্তি’ বলে মন্তব্য করেন তিনি।
জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি)
২০১৯ সালের জুলাই এর ছবিঘরটি দেখুন...