1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপরাধীরা সতর্ক

১৪ ফেব্রুয়ারি ২০১২

সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় আবারো শিগগিরই অপরাধীদের আটকের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর৷ আর পুলিশ বলেছে অপরাধীরা অনেক সতর্ক, তাই সময় লাগছে৷ পেশাগত কাজের কারণে কেউ ক্ষুব্ধ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷

https://p.dw.com/p/1434u
Protest against Journalist couple murder in Dhaka Journalists on Sunday warned of waging a movement for the resignation of the home minister if the killers of the journalist couple Sagar Sarowar and Meherun Runi are not arrested in 24 hours. Sagar Sarowar worked for DW (Bengali) as editor from 2008 to 2011. He left DW last year. DW correspondent Harun Ur Rashid Swapan shared these photos for online use.
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধনছবি: Harun Ur Rashid Swapan

পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে না পারলেও সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তে কোন ঢিলেমি নেই বলে দাবি করেছেন তেজগাঁ অঞ্চলের উপ-পুলিশ কমিশনার ইমাম হোসাইন৷ তিনি জানান, মঙ্গলবার তারা সাগরের কর্মস্থল মাছরাঙা টেলিভিশনে গিয়ে কিছু তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ করেছেন৷ অন্যান্য সম্ভাবনার পাশাপাশি তারা দেখার চেষ্টা করছেন সাগরের পেশাগত কাজ বা লেখালেখির কারণে কেউ ক্ষুব্ধ ছিল কিনা৷

তারা আবারো সাগর-রুনি দম্পতির শিশুপুত্র মেঘের সঙ্গে কথা বলেছেন৷ ইমাম হোসাইন জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করায় অপরাধীরা অনেক বেশি সতর্ক৷ তাই পুলিশকে সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে৷

ময়না তদন্ত রিপোর্টে বলা হয়েছে, সাগর-রুনিকে খুব স্বল্প সময়ের ব্যবধানে হত্যা করা হয়৷ ময়না তদন্তকারী চিকৎসক ডা. সোহেল আহমেদ জানান, তাদের দু'জনকেই একই ধরনের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে৷

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় পার হওয়ার একদিন পর তিনি মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন৷ তিনি বলেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, কত ঘণ্টার মধ্যে অপরাধীরা গ্রেফতার হবে৷ তারই প্রেক্ষিতে তিনি আশা করেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার হবে৷ তিনি আবারো আশা প্রকাশ করেন যে, শিগগিরই অপরাধীরা গ্রেফতার হবে৷

ঢাকাসহ সারা দেশে সাংবাদিকরা সাগর-রুনির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য