অপরাধীরা সতর্ক
১৪ ফেব্রুয়ারি ২০১২পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে না পারলেও সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তে কোন ঢিলেমি নেই বলে দাবি করেছেন তেজগাঁ অঞ্চলের উপ-পুলিশ কমিশনার ইমাম হোসাইন৷ তিনি জানান, মঙ্গলবার তারা সাগরের কর্মস্থল মাছরাঙা টেলিভিশনে গিয়ে কিছু তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ করেছেন৷ অন্যান্য সম্ভাবনার পাশাপাশি তারা দেখার চেষ্টা করছেন সাগরের পেশাগত কাজ বা লেখালেখির কারণে কেউ ক্ষুব্ধ ছিল কিনা৷
তারা আবারো সাগর-রুনি দম্পতির শিশুপুত্র মেঘের সঙ্গে কথা বলেছেন৷ ইমাম হোসাইন জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করায় অপরাধীরা অনেক বেশি সতর্ক৷ তাই পুলিশকে সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে৷
ময়না তদন্ত রিপোর্টে বলা হয়েছে, সাগর-রুনিকে খুব স্বল্প সময়ের ব্যবধানে হত্যা করা হয়৷ ময়না তদন্তকারী চিকৎসক ডা. সোহেল আহমেদ জানান, তাদের দু'জনকেই একই ধরনের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে৷
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় পার হওয়ার একদিন পর তিনি মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন৷ তিনি বলেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, কত ঘণ্টার মধ্যে অপরাধীরা গ্রেফতার হবে৷ তারই প্রেক্ষিতে তিনি আশা করেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার হবে৷ তিনি আবারো আশা প্রকাশ করেন যে, শিগগিরই অপরাধীরা গ্রেফতার হবে৷
ঢাকাসহ সারা দেশে সাংবাদিকরা সাগর-রুনির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক