1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাজ্য

৭৫তম জন্মদিনে গরিব, অভুক্তদের পাশে রাজা চার্লস

১৪ নভেম্বর ২০২৩

১৪ নভেম্বর ব্রিটেনের নাগরিকদের বড় একটা অংশ ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তির সম্ভাবনা দেখেছেন৷ নিজের ৭৫তম জন্মদিনে তাদের আশার বাণী শুনিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস৷

https://p.dw.com/p/4YnVM
Geburtstagsfeier von König Charles III.
ছবি: Chris Jackson/dpa/picture alliance

মঙ্গলবার নানা আনুষ্ঠানিকতায় জন্মের ৭৫ বছর, অর্থাৎ প্লাটিনাম জুবিলি পালন করছেন চার্লস৷ ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিসেরও প্লাটিনাম জুবিলি উদযাপনের দিন ২০২৩ সালের ১৪ নভেম্বর৷ নিজের জন্মদিনের আনন্দ তাই ব্রিটেনের নার্স এবং মিডওয়াইফদের সঙ্গে ভাগাভাগি করে নেন চার্লস৷

 ৭৫তম জন্মদিনে তিনবেলা খাবার জোটে না এমন নাগরিকদের পাশে দাঁড়িয়েছেন রাজা তৃতীয় চার্রস৷ সেই লক্ষ্যে ঘোষণা করেছেন অভুক্তদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি করোনেশন ফুড প্রোজেক্ট-এর শুভসূচনা৷ এই প্রকল্পের দেয়া তথ্য অনুযায়ী, ব্রিটেনের অন্তত এক কোটি ৪০ লাখ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছেন৷ মুদ্রাস্ফীতির কারণে এমনিতেও ব্রিটেনে ফুড ব্যাংকে ভিড় অনেক বেড়েছে৷ চলতি বছরের মার্চে এই প্রথম ফুড ব্যাংকে জনস্রোত ৩৮ শতাংশ বেড়েছে৷

এমন পরিস্থিতিতেই ‘বিগ ইস্যু' ম্যাগাজিনের মাধ্যমে করোনেশন ফুড প্রোজেক্ট চালুর ঘোষণা দেন রাজা তৃতীয় চার্লস৷ গৃহহীনদের এই ম্যাগাজিন প্রচ্ছদ প্রতিবেদন করে তাকে নিয়ে৷ প্রকল্প সম্পর্কে  একটি নিবন্ধও লিখেছেন চার্লস৷ বিগ ইস্যু ম্যাগাজিনে প্রকাশিত সেই নিবন্ধে তিনি জানান, ব্রিটেনে প্রতিদিন যে খাবার উদ্বৃত্ত থাকে, তা-ই টাটকা অবস্থায় তুলে দেয়া হবে ক্ষুধার কষ্টে থাকা মানুষদের হাতে৷

নিবন্ধে ব্রিটেনের রাজা জানান, অনেকদিন ধরে নিরন্নদের জন্য কিছু করার কথা ভাবছিলেন, করোনেশন ফুড প্রোজেক্ট সেই ভাবনারই বহিঃপ্রকাশ, ‘‘খাদ্যের চাহিদা খাদ্যের অপচয়ের মতোই বাস্তব সত্যি এবং জরুরি (ভিত্তিতে সমাধান করার মতো) সমস্যা৷ এই দুটোর মধ্যে একটা সেতু গড়ার উপায় খুঁজে পেলে দুটো সমস্যারই সমাধান হয়ে যাবে৷ আমি দৃঢ়ভাবে আশা করছি, করোনেশন ফুড প্রোজেক্ট আরো বেশি করে উদ্বৃত্ত খাবার উদ্ধার এবং তা যাদের দরকার তাদের মাঝে বিতরণ করে শুধু তার বাস্তবসম্মত একটা উপায় বের করবে৷''

এসিবি/ কেএম (এএফপি, রয়টার্স)