1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭০ বছর হলো বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর

১৭ জানুয়ারি ২০১২

দুরারোগ্য পার্কিনসন্স রোগে ভুগছেন সাবেক বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী৷ তবুও তাঁকে ঘিরে কিংবদন্তি আজও অমলিন৷

https://p.dw.com/p/13kp2
স্ত্রী লোনির সঙ্গে মোহাম্মদ আলীছবি: AP

১৯৪২ সালের ১৭ই জানুয়ারি অ্যামেরিকার কেনটাকি রাজ্যের লুইভিলে জন্ম ক্যাসিয়াস ক্লের৷ ১৯৬৪ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নামও বদলে ফেলেন৷ তখন থেকেই তিনি মোহাম্মদ আলী নামে পরিচিত৷
১৯৬৪ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি প্রথমবার মুষ্টিযুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন৷ এরপর ১৯৬৭ সালে আলীকে ভিয়েতনাম যুদ্ধে পাঠানোর প্রস্তুতি নেয় মার্কিন সরকার কিন্তু মোহাম্মদ আলী তা সরাসরি প্রত্যাখান করেন৷ কারণ হিসেবে তিনি জানান, তিনি ভিয়েতনাম যুদ্ধের বিপক্ষে৷ একই সঙ্গে কোন ধরণের ভয় না করেই তিনি বলেন ,‘কোন ভিয়েতনামি আমাকে কোনদিন ‘‘নিগার’’ বলে গালি দেয়নি৷ আমি কোন অবস্থাতেই তাদের বিরুদ্ধে যুদ্ধে করবো না৷’ সেই সময় ভিয়েতনাম যুদ্ধের বিপক্ষে জনমত তৈরি হচ্ছিল৷ মোহাম্মদ আলীর এই মন্তব্য আগুনে ঘি ঢালার মত কাজ করে৷ যুদ্ধ বিরোধী আন্দোলনে, সাদা কালোর বৈষম্য দূর করতে মোহাম্মদ আলীও ভূমিকা রাখেন৷ সাধারণ মানুষের অনেক কাছে চলে আসেন তিনি৷ অনেকের অনুপ্রেণার উৎস হন মোহাম্মদ আলী৷ শুধু বক্সার হিসেবেই নিজেকে রিং-এর মধ্যে আটকে রাখেননি তিনি৷ তার ভেতরেও একজন মানুষ আছে, যে বেঁচে থাকার অধিকারে বিশ্বাসী – তার প্রমাণ তিনি দিয়েছিলেন৷
মোহাম্মদ আলীকে ‘দ্যা গ্রেটেস্ট’ নামে ডেকেছেন অনেকে৷ বক্সিং জগতে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন৷ তিনি যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের মধ্যে জো ফ্রেজিয়ার এবং জর্জ ফোরম্যান উল্লেখযোগ্য৷ রিং-এর ভেতর মোহাম্মদ আলীর নিজস্ব টেকনিক ছিল৷ তার মধ্যে আলী শাফল এবং রোপ-আ-ডোপ উল্লেখযোগ্য৷ বক্সিং-এর মধ্যে দিয়েই বিশ্বের সেরা ক্রীড়াবিদদের একজন হয়ে ওঠেন মোহাম্মদ আলী৷ অ্যাঞ্জেলো ডান্ডি ছিলেন তাঁর ট্রেনার৷
কীভাবে বক্সিং জগতে এলেন?
মোহাম্মদ আলীর বয়স যখন মাত্র ১২ তখন একবার তার সাইকেল চুরি হয়ে গিয়েছিল৷ চোর ধরাও পড়েছিল৷ পুলিশের কাছে মোহাম্মদ আলী বলেছিলেন, চোরটিকে ইচ্ছেমত ‘ঘুষি’ মারতে চান তিনি৷ তখন পুলিশ কর্মকর্তা তাকে বলেছিল,‘তাহলে তো আগে ঘুষি মারা শিখতে হবে, মুষ্টিযোদ্ধা হতে হবে৷’ যেই ভাবা সেই কাজ৷ এরপরই আলী ট্রেনিং নিতে শুরু করেন বিখ্যাত বক্সার চাক বোডাকের কাছ থেকে৷
মোহাম্মদ আলী অল্প বয়সেই কেনটাকিতে ছয় বার গোল্ডেন গ্লাভস জিতেছেন, দুবার জাতীয় গোল্ডেন গ্লাভস, অ্যামেচার অ্যাথলেটিক ইউনিয়ন ন্যাশনাল টাইটেল এবং ১৯৬০ সালে রোমের অলিম্পিকে পান লাইট হেভিওয়েট গোল্ড মেডেল৷ অলিম্পিক থেকে ফিরেই তিনি শুরু করেন তার প্রফেশনাল ক্যারিয়ার৷ ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতা নিয়ে তিনি এগিয়ে যেতে থাকেন ক্ষিপ্রগতিতে৷ হয়ে ওঠেন বিশ্বের সেরা ক্রীড়াবিদদের একজন৷
তিনবার মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়ন হয়েছিলেন মোহাম্মদ আলী৷ আর কেউ তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি৷ ১৯৯৯ সালে স্পোর্ট্স ইলাসট্রেটেড ম্যাগাজিন মোহাম্মদ আলীকে স্পোর্ট্সম্যান অফ দ্যা সেঞ্চুরি টাইটেল দেয়৷ একই বছরে বিবিসি স্পোর্ট্স পার্সোনালিটি অফ দ্যা সেঞ্চুরি উপাধিতে ভূষিত করে মোহাম্মদ আলীকে৷ ১৯৯৬ সালের আটালান্টা সামার অলিম্পিকের মশাল জ্বালানোর দায়িত্ব দেয়া হয়েছিল মোহাম্মদ আলীকে৷ আনন্দের সঙ্গেই তিনি তা করেছিলেন৷
কিন্তু এই বক্সার এখনো যেন এক ‘বড় শিশু' রয়ে গেছেন৷ মোহাম্মদ আলীর স্ত্রী লোনি আলী সাংবাদিকদের জানান,‘‘আলী একেবারে শিশুর মত৷ আলী জন্মদিন পালন, উৎসব এসব খুবই পছন্দ করে৷ বেশ ঘটা করেই আলীর ৭০ জন্মবার্ষিকী পালন করা হচ্ছে৷''
লোনি আলী আরো জানান, সব মিলে পাঁচটি জন্মদিন পার্টির আয়োজন করা হয়েছে৷ এবং এই পার্টিগুলো চলবে আগামী কয়েকমাস পর্যন্ত৷ পার্টিগুলো হবে লাস ভেগাস, ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনায়৷ লুইসভিলে শনিবার জন্মদিনের এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দীর্ঘদিনের ট্রেনার অ্যাঞ্জেলো ডান্ডি৷ পার্টিতে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে এক হাজার ডলার করে নেয়া হচ্ছে৷ সেই অর্থ দিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হবে৷ তৈরি করা হবে একটি মিউজিয়াম যেখানে মোহাম্মদ আলীর জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কথা বলা হবে, বক্সার হিসেবে মোহাম্মদ আলীর জীবনকে তুলে ধরা হবে৷

Muhammad Ali als Junge
কিশোর মোহাম্মদ আলীছবি: AP
Flash-Galerie Muhammad-Ali
স্বর্ণযুগে মোহাম্মদ আলীছবি: Picture-Alliance/dpa

প্রতিবেদন: মারিনা জোয়াদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য