৪০ মাস পর শতরান কোহলির
১৩ মার্চ ২০২৩শতরানের খরা কাটছিল না বিরাট কোহলির। অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে গিয়ে তা কাটলো। শুধু শতরান করাই নয়, প্রায় দুইশ রানের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু অপরপ্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকায় মারতে গিয়ে আউট হলেন ১৮৬ রানের মাথায়।
কোহলির এই ইনিংস ছিল একেবারে অন্যরকম। দায়িত্ববোধ নিয়ে খেলা। একটা দিক আটকে রেখেছেন। রান নিচ্ছিলেন এক, দুই করে। শতরান করতে গিয়ে মাত্র পাঁচটি চার মেরেছিলেন। শতরান করার পর কিছুটা হাত খোলেন। কারণ, অস্ট্রেলিয়া ৪৮০ রান তুলেছিল। চোটের জন্য শ্রেয়স আইয়ার খেলতে পারেননি। তাই অস্ট্রেলিয়ার রান পার করে লিড নেয়ার দরকার ছিল ভারতের। সেই কাজটা কোহলি করেছেন। তাকে যোগ্য সহযোগিতা করেছেন জাদেজা, অক্ষর প্যাটেলরা।
এই শতরান করে একটা রেকর্ড গড়েছেন কোহলি। ভারতে সবধরনের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে দ্রুত ৭৫টি শতরান করার রেকর্ড। কোহলির আগে এখন আছেন শচিন টেন্ডুলকর।
তবে করোনার পরে কোহলির ব্যাটে দীর্ঘদিন খরা চলছিল। এর আগে তিনি এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শতরান করেছেন। কিন্তু টেস্টে শতরান আসছিল না। সেই খরা কাটিয়ে আবার স্বমহিমায় কোহলি। তবে এবার দুইশ রান করলে তিনি হ্যামন্ডকে টপকে যেতে পারতেন। কোহলি ও হ্যামন্ড দুজনেই সাতবার দুইশ রান করেছেন।
দুইশ রান করার ক্ষেত্রে এক নম্বরে ব্র্যাডম্যান। তিনি ৫২টি টেস্ট খেলে ১২বার দুইশ করেছেন। সঙ্গকারা করেছেন ১১ বার। ব্রায়ান লারা করেছেন নয়বার।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)