1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২৬ বিশ্বকাপে ১২টা গ্রুপ, ৪৮ দল, ১০৪টা ম্যাচ

১৫ মার্চ ২০২৩

২০২৬-এর পুরুষদের বিশ্বকাপ ফুটবলে র মূল পর্বে খেলবে ৪৮টা দল। ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপও হবে।

https://p.dw.com/p/4OgjS
ছবি: Carlos Ramirez/firo Sportphoto/Mexsport/picture alliance

২০২৬-এ পুরুষদের বিশ্বকাপ ফুটবলের আসর বসছে তিন দেশে, অ্যামেরিকা, ক্যানাডা ও মেক্সিকোতে।  অ্যামেরিকার ১১, মেক্সিকোর তিন ও ক্যানাডার দুইটি শহরে বিশ্বকাপের খেলা হবে। সেখানে মোট ১২টি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপে চারটে করে দল। ফিফা কাউন্সিল এই সূচি অনুমোদন করেছে।

২০২৬-এর বিশ্বকাপ ফাইনাল হবে রোববার, ১৯ জুলাই। তার আগে প্রথমে গ্রুপ পর্বের খেলা হবে। গ্রুপের প্রথম দুইটি দল ও তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলকে নিয়ে মোট ৩২টি দল পরের পর্বে খেলবে। প্রতিটি দল যাতে যথেষ্ট পরিমাণে বিশ্রাম পায় সেদিকে নজর রাখা হবে। ৪০ দিন ধরে ১০৪টা ম্যাচ খেলা হবে।

গত বিশ্বকাপের মূল পর্বে ৩২টি টিম ছিল। এবার ১৬টা টিম বেশি খেলবে।

প্রথমে ভাবা হয়েছিল মোট ১৬টি গ্রুপ হবে। প্রতিটি গ্রুপে তিনটি করে টিম থাকবে। কিন্তু পরে তা বদল করে ১২টা গ্রুপ করা হয়েছে। সোমবার রাতে ফিফার প্রেসিডেন্টের সঙ্গে ছয়টি কনফেডারেশনের কর্তারা দেখা করেছিলেন। তারা কেউই এই সূচি নিয়ে কোনোরকম আপত্তি জানাননি।

ক্লাব বিশ্বকাপ

বিশ্বের সেরা ৩২টি ক্লাবকে নিয়ে ২০২৫ সালের জুনে ফিফা ক্লাব বিশ্বকাপ হবে। এই ক্লাব বিশ্বকাপের আসরও চার বছর পরপর বসবে।

২০২১ থেকে ২০২৪ পর্যন্ত যে ক্লাবগুলি প্রধান প্রতিযোগিতায় জয়ী হবে, তারা মূল পর্বে খেলবে। ইউরোপের ১২টি দল এখানে খেলতে পারবে। তার মধ্যে চেলসি ও রিয়েল মাদ্রিদ ইতিমধ্যেই ২০২১ ও ২০২২-এর চ্যাম্পিয়নস লিগ জেতার সুবাদে খেলার সুযোগ পেয়ে গেছে।

অন্য দলগুলিকে চার বছরের ক্লাব রেঙ্কিং দেখে সুযোগ দেয়া হবে।

জিএই/এসজি(ফিফা ডটকম, নিউ ইয়র্ক টাইমস)