২০২০ সালে টুইটার ট্রেন্ড কোভিড এবং ব্ল্যাকলাইভসম্যাটার
৮ ডিসেম্বর ২০২০সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘সবচেয়ে বেশি রিটুইট এবং লাইক পাওয়া টুইটগুলো ২০২০ সালের জীবনকেই ফুটিয়ে তুলেছে৷’’
সবচেয়ে বেশি ব্যবহার হওয়া হ্যাশট্যাগ #covid19৷ ৪০ কোটি বারেরও বেশিবার এই হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করেছেন টুইটার ব্যবহারকারীরা৷
তৃতীয় সর্বোচ্চ হ্যাশট্যাগও করোনার সঙ্গে সম্পৃক্ত- #StayHome৷
একক টুইটার হিসেবে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছেছে ব্ল্যাক প্যান্থার খ্যাত অভিনেতা চাডউইক বোসমানের মৃত্যুর খবরটি৷ তার অ্যাকাউন্ট থেকে তার পরিবার এই খবরটি ভক্তদের জানান৷ কেবল তাই নয়, ৭৬ লাখ লাইক পেয়ে টুইটারের ইতিহাসের সর্বোচ্চ লাইক পাওয়া টুইটে পরিণত হয়েছে এটি৷
২০২০ সালের দ্বিতীয় জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল #BlackLivesMatter৷ মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের বর্বরতায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর খুবই দ্রুত তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ কোনো ব্যক্তিকে নিয়ে করা টুইটের তালিকাতেও জর্জ ফ্লয়েড রয়েছেন তৃতীয় সর্বোচ্চ অবস্থানে৷
ব্যক্তি হিসেবে প্রথম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে হারাতে না পারলেও টুইট ব্যবহারে ট্রাম্প তাকে হারাতে পেরেছেন৷
ব্যক্তি হিসেবে উল্লেখ হওয়া শীর্ষ ১০ তালিকায় রয়েছেন বারাক ওবামা, নরেন্দ্র মোদি এবং কামালা হ্যারিস৷
অ্যালেক্স ব্যারি/এডিকে