পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
১ এপ্রিল ২০১২রূপপুরের ২টি কেন্দ্র থেকে মোট ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে৷ মন্ত্রী জানান এই কেন্দ্র নির্মাণে নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে৷ ২০২১ সাল নাগাদ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ৷ সেই পরিকল্পনার অংশ হিসেবে স্থাপন করা হচ্ছে পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র৷ এই কেন্দ্র নির্মাণে কারিগরি এবং আর্থিক সহায়তা দিচ্ছে রাশিয়া৷ রূপপুরে মোট ২টি বিদ্যুৎ কেন্দ্র হবে৷ প্রতিটি কেন্দ্র থেকে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে৷ কেন্দ্র ২টি নির্মাণে ৩ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে৷ রাশিয়ার সঙ্গে ইতিমধ্যেই কারিগরি সহায়তা চুক্তি সই হয়েছে৷ আর্থিক চুক্তিও সই হবে শিগগিরই ৷ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেজ ওসমান ডয়চে ভেলেকে জানান রাশিয়া খরচের ৮০ ভাগ বহন করতে সম্মত হয়েছে৷
ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি বাংলাদেশকে ইতিমধ্যেই এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দিয়েছে৷আর তাদের চাহিদা অনুযায়ি সংসদের আগামী বাজেট অধিবেশনে এটমিক এনার্জি রেগুলেটরী আইন পাশ হবে৷ এই আইনের আওতায় ক্ষতিপূরণ, রেগুলেটরি অথরিটি গঠন সব কিছু করা হবে৷
মন্ত্রী জানান, এই পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে বাংলাদেশ নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে৷ এ'কারণে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত পারমাণবিক জ্বালানির বর্জ্য সরাসরি রাশিয়ায় নিয়ে যাওয়ার চুক্তি হয়েছে৷
বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০০ একর জমি অধিগ্রহণ করা হয় ১৯৬২ সালে৷ ১৯৬৪ সাল থেকে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি৷ এর পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু সরকার একবার উদ্যোগ নিয়েছিল৷ সর্বশেষ শেখ হাসিনার সরকার আবার উদ্যোগ নিল৷ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেজ ওসমান জানান, ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়েছে৷ শিগগিরই মূল কাজ শুরু হবে৷ তাদের আশা ২০১৭ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যেতে পারবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী