২০০৯ সালেও আফগানিস্তানে জার্মান সেনা
১৭ অক্টোবর ২০০৮অবশেষে আফগানিস্তানে মোতায়েন জার্মান সৈন্য সংখ্যা ৩৫০০ থেকে বেড়ে হলো ৪৫০০৷ অর্থাত্, তাঁর সর্বশেষ আফগানিস্তান সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন - তা আজ (বৃহস্পতিবার) পূর্ণ হলো৷ বৃহস্পতিবার জার্মান সংসদের নিম্ন কক্ষ বা বুন্ডেস্টাগ-এর ৪৪২ জন সাংসদ এর পক্ষে ভোট দেন৷ সংসদের ঐ প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়ে মাত্র ৭৬-টি৷ আর ৩২ জন ভোটদানে বিরত থাকেন৷
জার্মানির সামাজিক গণতন্ত্রী দলের প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ ওয়াল্টার কলবো বলেন : আফগানিস্তানে অবস্থিত জার্মানির মিত্র শক্তিগুলির সাহায্য করা আমাদের কাছে একটি আন্তর্জাতিক দায়িত্ব৷ সেটাই পূর্ণ হয়েছে আজ (বৃহস্পতিবার)৷
তবে শুধু সৈন্য সংখ্যা বৃদ্ধিই নয়, আফগানিস্তানে মোতায়েন জার্মান সেনাবাহিনীর মেয়াদ আরো চোদ্দ মাস বাড়ানো হয়েছে৷ অর্থাত্, ২০০৯ সালেও জার্মান সেনারা আফগানিস্তানের মাটিতে থেকে যাবে৷ বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে৷ দৃশ্যতঃ, আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী ISAF-এর নিয়ন্ত্রণাধীন মোট সৈন্য সংখ্যার প্রায় ৪০ শতাংশ জার্মান৷ এবং তারা সেখানে সঠিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্টাইনমায়ার৷ তবে আফগান সরকার যাতে শীঘ্রই দেশের পুনর্গঠন এবং নিরাপত্তার কাজ নিজেদের হাতে তুলে নেয় - সেটাই জার্মানির লক্ষ্য৷ আর তার পরের কাজ হবে সে অঞ্চল থেকে জঙ্গীবাদকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করা৷
অন্যদিকে, জার্মানির বর্তমান জোট সরকারের মন্ত্রীবর্গ এবং বিরোধীদল FDP-র সদস্যরা প্রস্তাবটি সমর্থন করলেও, বামদলগুলির ভোট পড়ে প্রস্তাবটির বিপক্ষে৷ বামদলের প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র পাউল শেফার জানান : এভাবে আফগানিস্তানে বিদেশী শক্তির অবস্থানকে কূটনৈতিক মুখোশ পড়ানো হলো বৈকি৷ আর এর ফলে বিশ্বের রাজনৈতিক সমস্যার একটি কেন্দ্রবিন্দু তৈরী হলো মাত্র৷
উল্লেখ্য, আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ জোরদার করতে, মার্কিন যুক্তরাষ্ট্রও সম্প্রতি তাদের নৌসেনার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ জানা গেছে, যে মার্কিন নৌবাহিনীর ১২৫০ জন সৈন্যকে আগামী নভেম্বর নাগাদ আফগানিস্তানে পাঠানো হবে৷
কিন্তু, আফগানিস্তানে মোতায়েন জার্মান সৈনিকদের ওপর তালেবান যোদ্ধাদের হামলা বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিক মহলে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে বলেও খবর৷ তার ওপর গত বছর তালেবানরা ধীরে ধীরে কাবুলের কাছে চলে এসেছে বলেও শোনা যাচ্ছে৷ এই পরিস্থিতিতে বুন্ডেস্টাগের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ!