1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০০৯ মৌসুমের উল্লেখযোগ্য এফ ওয়ান প্রতিযোগী

২০ মার্চ ২০০৯

২০০৯ সালের ফরমুলা ওয়ান মৌসুমের উল্লেখযোগ্য চালকদের মধ্যে রয়েছেন ২০০৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাকলারেন-মার্সিডিস দলের বৃটিশ চালক লুইস হ্যামিলটন৷

https://p.dw.com/p/HGIk
লুইস হ্যামিলটনছবি: AP

২৪ বছর বয়সি হ্যামিলটন ২০০৭ সালে অস্ট্রেলিয়ায় প্রথম গ্রঁ প্রিতে অংশ নিয়ে দ্বিতীয় পর্যায়ে ছিলেন৷ একই দল থেকে অংশ নিচ্ছেন ২৮ বছর বয়সি চালক ফিনল্যান্ডের হাইক্কি কোভালাইনেন৷ ২০০৭ সালে এবং পরের বছরেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সপ্তম অবস্থানে ছিলেন৷

Nick Heidfeld Formel 1
জার্মানির নিক হাইডফেল্ডছবি: AP

ফেরারি দল থেকে এ মৌসুমে লড়বেন ব্রাজিলের চালক ফেলিপে মাসা এবং ফিনল্যান্ডের কিমি রাইক্কনেন৷ ২৮ বছর বয়সি মাসা ২০০৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় এবং ২০০৬ সালে তৃতীয় অবস্থানে ছিলেন৷ আর ৩০ বছর বয়সি রাইক্কনেন ২০০৭ সালে বিশ্ব চ্যাম্পিয়ন এবং ২০০৩ ও ২০০৫ সালে দ্বিতীয় অবস্থানে ছিলেন৷

বিএমডাব্লিউ-সাউবার দল থেকে পোল্যান্ডের চালক রবার্ট কুবিকা এবং জার্মানির নিক হাইডফেল্ড প্রতিযোগিতায় অংশ নিবেন৷ ২৫ বছর বয়সি কুবিকা ২০০৮ এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ এবং ২০০৭ সালে ষষ্ঠ অবস্থানে ছিলেন৷ হাইডফেল্ড ২০০৭ এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পঞ্চম এবং ২০০৮ সালে ষষ্ঠ অবস্থানে ছিলেন৷ তিনি ২০০০ সালে অস্ট্রেলিয়ায় প্রথম গ্রান্ড প্রিক্সে অংশ গ্রহণ করেছিলেন৷

লেখক: হোসাইন আব্দুল হাই, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক