১২ বছর পর ভারতে টেস্ট সিরিজ হারলেন রোহিত শর্মারা
দীর্ঘ ১২ বছর পর দেশের মাটিতে পুরুষদের ক্রিকেটে টেস্ট সিরিজ হারলো ভারত। এই প্রথম ভারতে সিরিজ জিতলো নিউজিল্যান্ড।
পরপর ১৮টা সিরিজ জয়ের পর হার
ভারত গত ১২ বছরে ১৮টা টেস্ট সিরিজে অপরাজেয় থেকেছে। সেই রেকর্ড ভেঙে দিলো নিউজিল্যান্ড। ভারতে স্পিন সহায়ক পিচে রোহিত শর্মা-বিরাট কোহলিদের হারানো যায় না, এই মিথও ভেঙে গেলো। চার হাজার ৩৩১ দিন পর ভারত দেশের মাটিতে টেস্ট সিরিজ হেরে গেলো।
প্রথমবার ভারতে সিরিজ-জয় নিউজিল্যান্ডের
তিনটি টেস্টের সিরিজ খেলতে ভারতে এসেছে নিউজিল্যান্ড। তারমধ্যে প্রথম দুইটি টেস্টেই তারা ভারতকে রীতিমতো নাস্তানাবুদ করে হারিয়েছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতকে মাত্র ৪৬ রানে আউট করে দেয় নিউজিল্যান্ড। পরের ইনিংসে ভারত ৪৬২ রান তুললেও আট উইকেটে জিতে যায় নিউজিল্যান্ড। পুনেতে তারা জিতেছে ১১৩ রানে। ফলে তৃতীয় টেস্ট বাকি থাকতেই তারা সিরিজ জিতে গেছে।
কেন এই হার?
নিউজিল্যান্ডের স্পিনারদের খেলতে গিয়ে হিমশিম খেয়েছেন ভারতীয় ব্যাটাররা। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি-সহ অন্য ভারতীয় ব্যাটাররা যেভাবে স্পিনারদের বলে আউট হয়েছেন, তারপর সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডুল বলেছেন, ''ভারতীয় ব্যাটাররা সবচেয়ে ভালো স্পিন খেলে তা আর সত্যি নয়। গাঙ্গুলি, দ্রাবিড়, লক্ষ্মণ, গম্ভীরদের সময় চলে গেছে।'' নিউজিল্যান্ডের স্পিনার স্যান্টনার এই টেস্টে ১৩ উইকেট নিয়েছেন।
সিনিয়ররা ডোবালেন
রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা ভারতকে ব্যাটে ও বলে ডুবিয়েছেন। সরফরাজ খানও দুই ইনিংসে ব্যর্থ। বিরাটের মতো বিরাট মাপের প্লেয়ার প্রথম ইনিংসে ফুলটসে আউট হয়েছেন। জাদেজা দুই ইনিংসে ব্যাটে কিছু রান পেলেও বলে তিনি ও অশ্বিন ব্যর্থ। বরং ওয়াশিংটন সুন্দর দুই ইনিংসে ১১ উইকেট নিয়েছেন। রোহিত শর্মা প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে আট রান করেছেন।
আইপিএলের ফলে?
নিফজিল্যান্ডের স্পিনার ফিলিপস বলেছেন, ''আইপিএল খেলতে ভারতে আসার পর এখানকার, পিচ, পরিবেশ সম্পর্কে ধারণা হয়ে গেছে। সেটা আমাদের সাহায্য করছে। ভারতীয় পরিবেশে আমরা খেলতে শিখেছি। সেটা কাজে লেগেছে।''
রোহিত শর্মার বক্তব্য
সিরিজ হারের পর রোহিত শর্মা বলেছেন, ''কাউকে আলাদা করে কিছু বলছি না। আমরা সকলেই ব্যর্থ হয়েছি। এটা সমবেত ব্যর্থতা। তিনি বলেছেন, এটা ঠিক, আমরা যথেষ্ট রান করতে পারিনি। নিউজিল্যান্ডের একসময় ২০০ রানে তিন উইকেট ছিল। সেখান থেকে তারা ২৫৯-এ আউট হয়ে যায়।'' রোহিতের মতে, ''খুব বেশি প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই।''
ভারত ফাইনালে যেতে পারবে?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুইটি টেস্ট হারের ফলে ভারত একটা ধাক্কা খেয়েছে। এখনো তারা পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে। কিন্তু ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়েছে। আসন্ন অ,্ট্রেলিয়া সিরিজে তাদের অন্তত তিনটি টেস্ট জিততে হবে। দুইটিতে ড্র করতে হবে। তারা সেখানে হারলে ফাইনালে যাওয়ার পথ আরো কঠিন হবে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড যদি পরের টেস্টগুলি জেতে, তাহলে তাদেরও ফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়বে।