1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুপ্তচরদের নজরে জার্মান শীর্ষ নেতারা!

৯ জুলাই ২০১৫

সব তথ্য একেবারে নয়, কিস্তিতে প্রকাশ করে উইকিলিক্স৷ জার্মান শীর্ষ নেতাদের উপর মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ-র নজরদারির অভিযোগের এমন টুকরো খবর বার বার সংবাদমাধ্যমে সাড়া তুলছে৷ সোশ্যাল মিডিয়াও সরগরম৷

https://p.dw.com/p/1FvTp
Symbolbild NSA-Abhörskandal und Selektorenliste
ছবি: picture-alliance/dpa

সর্বশেষ দাবি অনুযায়ী, প্রায় ১০ বছর ধরে জার্মান চ্যান্সেলরদের উপর নজরদারি চালিয়ে আসছে এনএসএ৷ উইকিলিক্স তার টুইটার অ্যাকাউন্টে একটি ব্যাঙ্গচিত্র সহ প্রতিবেদনটি শেয়ার করেছে৷

জার্মানির এআরডি টেলিভিশন নেটওয়ার্কের সংবাদ অনুষ্ঠানের এক সাংবাদিক এ প্রসঙ্গে জুলিয়ান আসাঞ্জ-এর সঙ্গে একটি সাক্ষাৎকার নিয়েছেন৷ অনেকের মতো সেই ভিডিওটি শেয়ার করেছেন আড্রিয়ান ভিল্ডাইস৷

এই প্রেক্ষাপটে নর্বার্ট রাবাই মন্তব্য করেছেন, ‘‘...আসলে গোয়েন্দা সংস্থাগুলি এভাবেই কাজ করে৷ তুমি আমার উপর গোয়েন্দাগিরি করো, আমি তোমার উপর করবো৷ সহযোগী হলেও কিছু এসে যায় না৷''

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর কথাবার্তার উপর আড়ি পেতে এনএসএ যা জানতে পেরেছে, এমন কিছু বিষয়ও ‘লিক' করে দিয়েছে উইকিলিক্স৷ যেমন ম্যার্কেল চীনকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য হিসেবে দেখতে চেয়েছিলেন৷ এ সংক্রান্ত খবরটি শেয়ার করেছেন মার্সিও আলেক্স৷

পিটার-নো-টেল নামের ব্যবহারকারী লিখেছেন, ম্যার্কেলকে অবশ্যই মার্কিন গুপ্তচর যন্ত্রের সঙ্গে শয়তানের চুক্তি বন্ধ করতে হবে৷

‘ফারঅ্যাওয়ে' নামের ব্যবহারকারী মনে করেন, জার্মানি এখনো মার্কিন অধিকৃত এলাকা রয়েছে৷ ফলে অ্যামেরিকানরা যা খুশি করতে পারে৷

ক'দিন আগেই জার্মানির বিখ্যাত পত্রিকা ‘ডেয়ার স্পিগেল'-এর উপর মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির অভিযোগ উঠেছিল৷ সেই খবরটি শেয়ার করেছেন ‘অ্যানোনিমাস' নামের ব্যবহারকারী৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য