1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবাংলাদেশ

১ লাখ ২১ হাজার কোটি টাকা বিদেশি ঋণ শোধ

১ সেপ্টেম্বর ২০২২

সরকার গত ১২ বছরে সুদসহ প্রায় ১ লাখ ২১ হাজার কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করেছে৷ এই ঋণের আসল পরিশোধ করা হয়েছে ৯৪ হাজার ৬৮০ কোটি টাকা, বাকিটা সুদ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল৷

https://p.dw.com/p/4GIK3
ছবি: Xie Zhengyi/dpa/picture alliance

বুধবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে প্রকাশ৷ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে উপস্থাপন করা নোয়াখালী ৩ এর সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ২০০৯-২০১০ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরের ঋণ পরিশোধের পরিসংখ্যান তুলে ধরে অর্থমন্ত্রী জানান, সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাকে ১ লাখ ২০ হাজার ৯৮২ কোটি ৫৭ লাখ টাকা ঋণ পরিশোধ করেছে৷ এর মধ্যে আসল বাবদ ৯৪ হাজার ৬৮০ কোটি ৯৫ লাখ টাকা এবং সুদ বাবদ ২৬ হাজার ৩০১ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করা হয়৷

চট্টগ্রাম ৪ আসনের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন,  ‘‘নগদ অর্থ এক গ্রাহকের কাছ থেকে অন্য গ্রাহককে পৌঁছে দেওয়ার সেবা কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোর এখতিয়ারভুক্ত নয়৷ তবে অনলাইন কেনাকাটায় কুরিয়ার কোম্পানি পণ্য ডেলিভারি ও ওই পণ্যের মূল্য সংগ্রহ করে পণ্য বা সেবা প্রদানকারীর কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি বিশ্বব্যাপী প্রচলিত রয়েছে৷  এ ধরনের সেবার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটি গাইডলাইন রয়েছে৷’’  

চট্টগ্রাম ১১ আসনের এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা তিন কোটি ৩০ লাখ ৬৫২টি৷ সবচেয়ে বেশি অডিট আপত্তি রয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের৷ এ বিভাগের অডিট আপত্তির সংখ্যা ৪৮ হাজার ২৫৮টি৷ সবচেয়ে কম অডিট আপত্তি রয়েছে আইন কমিশনের ৯টি৷

ময়মনসিংহ ১১ আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার জানান, চারটি মোবাইল অপারেটেরের গ্রাহক ১৮ কোটি ৪০ লাখ৷ এসব অপারেটরের মোট সিম সংখ্যা ৩০ কোটি ৯৯ লাখ৷

এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪০ লাখ, সিম সংখ্যা ১১ কোটি ১৪ লাখ; রবির গ্রাহক ৫ কোটি ৪৮ লাখ, সিম সংখ্যা ১০ কোটি ২৬ লাখ; বাংলা লিংকের গ্রাহক ৩ কোটি ৮৫ লাখ, সিম সংখ্যা ৮ কোটি ২৬ লাখ এবং টেলিটকের গ্রাহক ৬৭ লাখ ১০ হাজার, সিম সংখ্যা এক কোটি ৩৩ লাখ৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য