হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে বৈঠকে জেলেনস্কি
১৩ ডিসেম্বর ২০২৩ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কিয়েভকে নানাভাবে সাহায্য করছে অ্যামেরিকা। একদিকে সামরিক সাহায্যের বাজেট পাঠানো হচ্ছে অন্যদিকে মানবিক সাহায্য পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এনিয়ে মার্কিন পার্লামেন্টে কোনো বিতর্ক ছিল না। কিন্তু সম্প্রতি পার্লামেন্টে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইউক্রেনকে এভাবে আর কতদিন সাহায্য করা সম্ভব, তা নিয়ে বিতর্ক চলছে। ফলে ইউক্রেনের জন্য নতুন করে প্যাকেজ ঘোষণা করা যাচ্ছে না। বাইডেন জানিয়েছে, ইউক্রেনকে এখনো পর্যন্ত যে সাহায্য করা হয়েছে তাতে এবছরের শেষ পর্যন্ত কিয়েভ চালিয়ে নিতে পারবে। কিন্তু নতুন বছরের জন্য নতুন করে অর্থ ধার্য করতে হবে।
এই বিষয়গুলি আলোচনা করার জন্যই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসে দুই পক্ষের বৈঠক হয়। বৈঠকের পর জেলেনস্কি জানিয়েছেন, বাইডেন জট কাটিয়ে নতুন করে ইউক্রেনের জন্য প্যাকেজ ঘোষণার আশ্বাস দিয়েছেন।
এদিকে আইএমসএএফ-ও ইউক্রেনের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করেছে। ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের ওই প্যাকেজে মানবিক সাহায্যের পাশাপাশি সামরিক সাহায্যের কথাও বলা হয়েছে।
বাইডেন আশ্বাস দিলেও মার্কিন কংগ্রেসের রিপাবলিকান স্পিকার জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে কোনোভাবেই ইউক্রেনের জন্য নতুন প্যাকেজ সমর্থন করবে না কনসারভেটিভরা। তাদের বক্তব্য, দেশের ভিতর অভিবাসন আইন পরিবর্তন করতে হবে। যতক্ষণ ডেমোক্র্যাটেরা তা সমর্থন করছেন, ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের জন্য কোনো নতুন প্যাকেজ তারা পাশ হতে দেবেন না।
বস্তুত, রিপাবলিকানদের বক্তব্য, যে টাকা ইউক্রেনে ব্যয় করা হচ্ছে, সেই অর্থে মেক্সিকো সীমান্তে আরো দেওয়াল তৈরি করা হোক। নিজের দেশের সুরক্ষা আগে দেখা হোক, তারপর ইউক্রেন।
এসজি/জিএইচ (এপি, এএফপি, রয়টার্স)