হোয়াইট ক্রিসমাস? কোথায়?
থার্মোমিটার দেখাচ্ছে, তাপমাত্রা দশ ডিগ্রির বেশ খানিকটা ওপরে৷ স্যান্টা ক্লস নিজেও জাব্বাজোব্বার বদলে টি-শার্ট পরে চালিয়ে দিচ্ছেন৷ ক্রিসমাসে উত্তর গোলার্ধে যেন শীতের বদলে বসন্ত!
মস্কোয় স্কেটিং রিংক বন্ধ
রাশিয়ার রাজধানী মানে প্রায় শীতের রাজধানী! সেখানেও এ বছর স্কেটিং রিংক বন্ধ রাখতে হয়েছে – বড্ড গরম বলে৷
ওয়াশিংটনে গোলাপ ফুটেছে
ওয়াশিংটন ডি. সি. থেকে ডিডাব্লিউ-এর প্রতিনিধি ইনেজ পোল পাঠিয়েছেন এই ডিসেম্বর মাসে লাল গোলাপের শুভেচ্ছা৷ কেনা নয়, গাছে ফোটা৷ বড়দিনে নাকি ওয়াশিংটনে তাপমাত্রা বিশ ডিগ্রি ছাড়াতে চলেছে৷
লন্ডনে শীত যে তা বোঝা দায়
লোকজন খাসা রোদ্দুরে হাঁটাচলা করছেন৷ পূর্ব ইংল্যান্ডের কোলচেস্টারে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’-টি বন্ধ করে দিতে হয়েছে – আবহাওয়া ‘ভালো’ থাকার কারণে৷
#নোস্নো
সোশ্যাল মিডিয়া এবার ক্রিসমাসে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে উত্তাল৷ #নোস্নো (বরফ নেই) এই হ্যাশট্যাগে মানুষজন সেই সব জায়গা থেকে ছবি পাঠাচ্ছেন, যেখানে হোয়াইট ক্রিসমাস (বরফে ঢাকা বড়দিন) খুবই সাধারণ ব্যাপার৷ ডয়চে ভেলের ‘ইউজার’ ডেভিড বির্ন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কাছে ডোনাবেট থেকে এই ছবিটি পাঠিয়েছেন৷
বিয়ারিৎস-এ শীতে সাধারণত সার্ফবোর্ড বেরোয় না
ফ্রান্সের সুবিখ্যাত সৈকতাবাস বিয়ারিৎস-এ বড়দিনে বরফ পড়ে সৈকত সাদা হয়ে থাকবে, এমনটা সাধারণত না ঘটলেও, সেই সময় জলের তাপমাত্রা এতো কম থাকে যে, সার্ফাররা অন্তত তাদের বোর্ড কাঁধে করে বিচে এসে হাজির হয় না৷ এবার তাদের জলেই দেখা যাচ্ছে!
এ নাকি বরফ পড়ার সময়?
জার্মানিতে এখন যেন সবে বসন্ত শুরু হতে চলেছে: গাছে গাছে ফুল ধরছে৷ হ্যাজেলনাট বাদামগাছটিতে সাধারণত ফেব্রুয়ারিতে ফুল ধরে, এবার ডিসেম্বরেই ফুল ধরেছে৷
বরফ নেই, তো খানিকটা বানিয়ে নিলেই তো হল
জার্মানির রোটহার পাহাড়ির ভিন্টারব্যার্গ হল স্কি খেলার জায়গা৷ শীতে পাহাড়ের ঢাল বরফে সাদা হয়ে থাকার কথা৷ এবার শুধু স্কি স্লোপটায় বরফের কামান চালিয়ে অন্তত খানিকটা বরফের ব্যবস্থা করে রাখা হয়েছে৷