1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেলমুট কোল শেষ শয্যায় শায়িত

১ জুলাই ২০১৭

জার্মানির সদ্যপ্রয়াত সাবেক চ্যান্সেলর হেলমুট কোলকে স্পায়ার শহরে সমাহিত করা হয়েছে৷ এর আগে স্পায়ার ক্যাথিড্রালে কোলের সম্মানে ‘রিকুইয়েম মাস’ অনুষ্ঠিত হয়৷

https://p.dw.com/p/2fm2K
ছবি: Reuters/F. Lenoir

জার্মানির পুনরেকত্রীকরণের চ্যান্সেলর হিসেবে পরিচিত হেলমুট কোলকে শনিবার সকালে স্ট্রাসবুর্গের ইউরোপীয় সংসদে সম্মান জানানো হয়৷ সেইসময় সেখানে জার্মানির প্রেসিডেন্ট ও চ্যান্সেলর সহ জার্মান মন্ত্রিসভা ও সংসদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন৷ এছাড়া উপস্থিত ছিলেন ইইউ-র ১৪ জন বর্তমান সরকার প্রধান সহ ইইউ-র শীর্ষ নেতৃবৃন্দ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন৷ রাশিয়ার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ৷

স্ট্রাসবুর্গে অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে করে কোলের কফিন প্রথমে জার্মানিতে তাঁর জন্মস্থান ল্যুডভিগসহাফেনে নিয়ে যাওয়া হয়৷ সেই সময় কোলের কফিন জার্মান পতাকা দিয়ে মোড়ানো ছিল৷ স্ট্রাসবুর্গের অনুষ্ঠানে ব্যবহার করা হয়েছিল ইইউ-র পতাকা৷

ল্যুডভিগসহাফেনে শেষ শ্রদ্ধা জানানোর পর কোলের কফিন জাহাজে করে রাইন নদী দিয়ে স্পায়ার ক্যাথিড্রালে নিয়ে যাওয়া হয়৷ সেই সময় রাস্তা ও রাইনের ধারে দাঁড়িয়ে অনেক মানুষ কোলকে শেষ বিদায় জানান৷

স্পায়ার ক্যাথিড্রালে ‘রিকুইয়েম মাস’ (মৃত ব্যক্তির আত্মার সদগতির উদ্দেশ্যে নিবেদিত প্রার্থনা সংগীত) অনুষ্ঠিত হয়৷ সেই সময় বিশপ কার্ল-হাইনৎস ভিজেমান বলেন, কোল ছিলেন একজন ‘সত্যিকারের মহান স্টেটসম্যান’৷ এই অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের অনেক ব্যক্তির উপস্থিতি জার্মানি ও ইউরোপে কোলের গুরুত্বপূর্ণ অর্জনেরই স্বীকৃতি বলে মন্তব্য করেন তিনি৷ স্পায়ার ক্যাথিড্রালের অনুষ্ঠানেও সাবেক ও বর্তমান অনেক বিশ্ব নেতা অংশ নেন৷ জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ছাড়াও ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লোদ ইয়ুংকার৷ কোলের দ্বিতীয় স্ত্রী মাইকে কোল-রিশটার ক্লিন্টন ও ইয়ুংকারের মাঝে বসেছিলেন৷

কোলকে ইতিহাস কিভাবে স্মরণ করবে?

মাস-এর শেষ পর্যায়ে ক্যাথিড্রালের ‘এম্পেরর বেল’ থেকে ঘণ্টাধ্বনি বাজানো হয়৷ ঐ ক্যাথিড্রালে সমাহিত থাকা আট রোমান সম্রাটের নামে ঐ বেলটির নামকরণ করা হয়েছে৷ ঘণ্টাধ্বনি শেষে ক্যাথিড্রাল থেকে কফিন বের করে বাইরে সামরিক মর্যাদায় কোলকে সম্মান জানানো হয়৷

এরপর ক্যাথিড্রাল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত আডেনাওয়ার পার্কের কবরস্থানে কোলকে সমাহিত করা হয়৷ সেই সময় শুধু পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্য উপস্থিত ছিলেন৷

পুলিশ বলছে, ল্যুডভিগসহাফেন থেকে স্পায়ারে নিয়ে কোলের কফিন নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা দিতে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন ছিল৷ স্পায়ারে ক্যাথিড্রালের ভেতরের অনুষ্ঠান দেখাতে বাইরে একটি বিশাল টিভি স্ক্রিন বসানো হয়েছিল৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, ইপিডি)