1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেফাজতে মৃত্যুর দায় এড়াতে তৎপর পুলিশ

২২ আগস্ট ২০২২

ঢাকার হাতিরঝিল থানা হেফাজতে যুবক সুমন শেখের মৃত্যুর ঘটনার দায় এড়াতে পুলিশ নিজেই সিসি ক্যামেরার ফুটেজ সাংবাদিকদের মধ্যে বিলি করছে৷ তারা এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে৷

https://p.dw.com/p/4FsEF
Dhaka Hatirjheel Polizeistation Protest Tod  Sumon Sheikh
ছবি: Abdullah Al Momin/DW

কিন্তু দেশের প্রচলিত আইনে হেফাজতে যেকোনো ধরনের মৃত্যু এবং নির্যাতনই অপরাধ৷ এরজন্য প্রথমেই মামলা নিতে হবে৷ মামলা না নেয়াও একটি অপরাধ বলে জানান আইন বিশ্লেষকেরা৷
সুমনের পরিবারের সদস্যদের অভিযোগ, সুমনকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে৷ সুমন রামপুরার  যে প্রতিষ্ঠানের শোরুমে ভ্যান চালকের কাজ করতেন সেই প্রতিষ্ঠানের চুরি যাওয়া ৫৩ লাখ টাকায় দায় এড়াতে ওই শোরুমের ম্যানেজার পুলিশকে দিয়ে সুমনকে হত্যা করিয়েছে বলে তার পরিবারের অভিযোগ৷
চুরির মামলাটি হয় ১৫ আগস্ট৷ মামলার এজাহারে সুমনের নাম নেই৷ মামলার পর শোরুমের ক্যাশিয়ারসহ তিনজনকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ৷ থানার ওসি আবদুর রশিদ দাবি করেন, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট সুমনকে আটক করা হয়৷ রাতে তাকে নিয়ে অভিযান চালিয়ে চালিয়ে তার বাসা থেকে তিন লাখ টাকাও উদ্ধার করা হয়৷ দিবাগত রাত তিনটার দিকে তিনি থানা হাজতে নিজের ট্রাউজার খুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন৷ পুলিশ রোববার এ সংক্রান্ত সিসি ক্যামেরার ফুটেজ সাংবাদিকদের দিয়েছে আত্মহত্যা প্রমাণের জন্য৷ কিন্তু সুমনের শ্যালক মোশাররফ হোসেন জানান,"ওই ফুটেজ আমাদেরও ডেকে নিয়ে দেখানো হয়েছে৷ কিন্তু তাতে সুমন যে আত্মহত্যা করেছে তা প্রমাণিত হয় না৷ কারণ ফুটেজে দেখানো হয়েছে সুমন লকআপের গেট বেয়ে উপরে উঠছে৷ সে অত্মহত্যা করেছে তার কোনো ফুটেজ নেই৷ তার কথা,"সুমনকে আটকের পর আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দেয়া হয়নি৷ আমাদের থানায়ই ঢুকতে দেয়া হয়নি৷ মৃত্যুর পর আমরা হাসপাতাল মর্গ থেকে লাশ নিতে গেলে আমাদের শর্ত দেয়া হয় লাশ ঢাকায় নয়, গ্রামের বাড়িতে নিয়ে দাফন করতে হবে৷ এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মামলা ও বিচার ছাড়া আমরা লাশ নেবো না৷ তাকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে৷ সে চুরি করেনি৷ এটা একটা ষড়যন্ত্র৷ তাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে৷”
তিনি বলেন,"থানা আমাদের মামলা না নেয়ায় রোববার আমরা আদালতে গিয়েছিলাম মামলা করতে৷ কিন্তু কোনো আইনজীবীর সহায়তা পাইনি৷ আজ (সোমবার) সকাল থেকে আমরা সিএমএম কোর্টে বসে আছি মামলা করার আশায়৷ কী হবে জানি না৷”
অবশ্য সোমবার হাতিরঝিল থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান বিকেলে হাসপাতপাতাল মর্গ থেকে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷
আইনজীবীরা যা বলছেন:
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন,"এই ঘটনায় মামলা না নেয়াও একটা অপরাধ৷ ২০১৩ সালের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন অনুযায়ী অবশ্যই মামলা নিতে হবে৷ এই মামলা থানা না নিলে এসপিকে নিতে হবে অথবা আদালত নেবেন৷”
তার কথা,"মৃত্যু কীভাবে হয়েছে সেটা তদন্তের বিষয়৷ আগে মামলা নিয়ে তারপর তদন্ত করে দেখতে হবে৷ যদি আত্মহত্যা হয় তাহলে কারুর প্ররোচণা ছিলো কী না, আত্মহত্যার মতো অবস্থা তৈরি করা হয়েছিলো কী না এসব তদন্তের বিষয়৷ এমনকী হেফাজতে মানসিক নির্যাতনও অপরাধ৷ এই আইন শুধু পুলিশ হেফাজত নয়, যেকোনো সরকারি কর্মকর্তার হেফাজতের বেলায়ও প্রযোজ্য৷”
সুপ্রিম কোর্টের আরেকজন আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন,"পুলিশ হেফাজতে যখন কেউ থাকেন তখন তার সব ধরনের নিরাপত্তার দায়িত্ব পুলিশের৷ থানা হাজতে আসামি থাকলে  ২৪ ঘন্টা কমপক্ষে দুইজন পুলিশ সদস্যকে পাহারায় থাকতে হবে৷ আর ওই থানায় সিসি ক্যামেরাও আছে৷ সেটাও তো মনিটরিং হয়৷ তাহলে সুমন কীভাবে আত্মহত্যা করল৷ যদি সে আত্মহত্যা করেও থাকে তাহলে পুলিশের অবহেলার কারণেই সে আত্মহত্যা করেছে৷ এর দায় পুলিশকেই নিতে হবে৷”
তার কথা,"হত্যা না আত্মহত্যা সেটাতো তদন্তের বিষয়৷ তার আগে তো মামলা হতে হবে৷ আর আইন অনুয়ায়ী একজন ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে৷ সেটা না করে আত্মহত্যার প্রচারণা উদ্দেশ্যমূলক৷”
তবে ডিএমপির তেজগাঁও জোনের ডেপুটি পুলিশ কশিনার আজিমুল হক বলেন,"আমরা অপমৃত্যুর মামলা করেছি৷ সেটার তদন্ত হবে৷ দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাসপেন্ড করেছি৷ একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে যারা সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে৷ ”
তিনি বলেন,"ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতেই লাশের সুরতহাল করা হয়েছে৷ আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ আছে৷ এটা স্পষ্ট আত্মহত্যা৷ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই৷ কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি৷ আর ওই যুবক চুরির সঙ্গে জড়িত বলেও আমরা প্রমাণ পেয়েছি৷”
হেফাজতে মৃত্যু বাড়ছে:
মার্কিন নিষেধাজ্ঞার পর বাংলাদেশে ক্রসফায়ার কমলেও পুলিশ হেফাজতে মৃত্যু বাড়ছে৷ চলতি বছরের প্রথম সাত মাসে দুইটি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে৷ কিন্তু হেফাজাতে মৃত্যুর ঘটনা ঘটেছে ১১টি৷ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসেবে গত বছর ২০২১ সালে ৫১ টি ক্রসফায়ার ও ২৯টি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে৷ ক্রসফায়ার বাদ দিয়ে ২০২০ সালে হেফাজতে মৃত্যু ২৪টি, ২০১৯ সালে হেফাজতে মৃত্যু ৩২টি, ২০১৮ সালে ৫৪টি এবং ২০১৭ সালে ৩৫টি৷ কিন্তু ২০১৩ সালে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন হওয়ার পর এখন পর্যন্ত মামলা হয়েছে মাত্র মাত্র ১৯টি৷ একটি মামলায় আসামিদের শাস্তি হয়েছে৷ ১৪টি মামলায় মামলা ত্রুটিপূর্ণ বলে চ‚ড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে৷
আইনজীবী ইশরাত হাসান বলেন,"মানুষ এই আইনটি সম্পর্কে সচেতন নয়৷ আবার যারা মামলা করতে চান তারা নানা অসহযোগিতার কারণে মামলা করতে পারেন না৷”
আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন,"মামলা হলেও তার নিরপেক্ষ তদন্ত হওয়া কঠিন৷ কারণ পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় পুলিশ ছাড়া সাধারণত আর কেউ থাকেনা৷ ফলে প্রমাণ করা কঠিন৷ আর পুলিশ চায় তাদের জড়িত সহকর্মীদের রক্ষা করতে৷”
এই দুইজন আইনজীবী বলেন, আইনের বিধান হলো মামলার বাদী, তার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করা৷ সেটাও করা হয় না৷

Dhaka Hatirjheel Polizeistation Protest Tod  Sumon Sheikh
ছবি: Abdullah Al Momin/DW

আজিমুল হক