মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের(আসক) সাধারণ সম্পাদক নূর খান বলেন," আইনটির যা অবস্থা তা দেখে বলা যায় যে জাতিসংঘ সনদের বাধ্যবাধকতার কারণে আইনটি করা হয়েছে। এটা প্রয়োগ বা কার্যকর করার আদৌ কোনো ইচ্ছা সরকারে নাই। এই আইনটি নিয়ে তেমন প্রচারও নেই। ''