হুমায়ূনের দাফন সম্পন্ন
২৪ জুলাই ২০১২শ্রাবণের বৃষ্টিতে ভিজে পর পারে চলে গেলেন হুমায়ূন আহমেদ৷ গাজীপুরে তাঁর প্রিয় নুহাশ পল্লীতে লিচু তলার শীতল ছায়ায় তাঁকে দাফন করা হয়৷ তার আগে ছিল শ্রাবণ ধারা৷
বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ অংশ নেন নুহাশ পল্লীতে তাঁর শেষ জানাজায়৷ তাদের মধ্যে ছিল স্বজন হারানোর শোক৷ সাধারণ মানুষ আর ভক্তরা তাঁকে জায়গা দিয়েছেন তাদের হৃদয়ের মনিকোঠায়৷ তাদের কাছে হুমায়ূন চিরঞ্জীব৷
দাফনের আনুষ্ঠানিকতা শেষে হুমায়ূন আহমেদের স্ত্রী কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে৷ তিনি জানান, হুমায়ূনের অনেক স্বপ্ন ছিল৷ সেই স্বপ্ন পূরণে তিনি পরিবারের সদস্য এবং দেশের মানুষের সহায়তা চান৷ তিনি বলেন, সবাই পাশে থাকলে তাঁর সব স্বপ্ন পূরণ করা সম্ভব হবে৷
হুমায়ূন আহমেদের দাফন কোথায় হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল৷ অবশেষে পরিবারের সদস্যরা হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওনের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন বলে জানান হুমায়ূনের ভাই ড. জাফর ইকবাল৷
গত ১৯শে জুলাই নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ক্যান্সারে ভুগে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে মারা যান৷ তিনি লেখক হিসেবে যেমন তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমন তাঁর নাটক আর চলচ্চিত্রও মানুষকে সমানভাবে নাড়া দিয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ