হুমায়ূনের সুস্থতা বাংলা সাহিত্যের জন্যই প্রয়োজনীয়
১৮ সেপ্টেম্বর ২০১১লেখালেখির মধ্য দিয়ে গত কয়েক দশকে বাংলা সাহিত্যকে একটি ভিন্নমাত্রায় তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ৷ দেশে বিদেশে তার কোটি কোটি ভক্ত তাই তাদের প্রিয় সাহিত্যিকের সুস্থতা কামনা করছেন৷ সম্প্রতি হুমায়ূন আহমেদের বৃহদান্তে ক্যান্সার ধরা পড়ে৷ সেজন্য তিনি বর্তমানে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন৷ প্রথমদিকে আশঙ্কা তৈরি হলেও পরে চিকিৎসকরা জানান যে আপাতত ভয়ের কিছু নেই৷ অস্ত্রোপচার ছাড়াই তার ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হবে৷
তারা আরও জানিয়েছেন, হুমায়ূন আহমেদকে ছয়টি কেমোথেরাপি দেওয়া হবে৷ আগামী মঙ্গলবার এই কেমোথেরাপি শুরু হবে৷ ১১ দিনের বিরতিতে পরবর্তী কেমোথেরাপি দেওয়া হবে৷ চিকিৎসার জন্য বর্তমানে সপরিবারে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অবস্থান করছেন এই জনপ্রিয় কথা সাহিত্যিক৷
রসায়ন নিয়ে উচ্চশিক্ষা এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করলেও হুমায়ূন আহমেদের পরিচিতি ঘটে মূলত তার লেখালেখির মাধ্যমে৷ উপন্যাসের পাশাপাশি টেলিভিশন নাটক এবং পরবর্তীতে চলচ্চিত্রেও অবদান রেখে চলেছেন তিনি৷ বাংলা প্রকাশনা জগতে এই মুহূর্তে সবচেয়ে বেশি চাহিদা হুমায়ূন আহমেদের উপন্যাসের৷ তাই তাঁর আশু সুস্থ্যতা দেশের সাহিত্য জগতের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক