হুমায়ূনের শেষ গল্প
২২ জুলাই ২০১২
বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত টেলিফিল্মটির চিত্রধারণ করা হয়েছে সুইজারল্যান্ডের জেনেভার লেক লেমন, লুসান, সেনিল দি ব্যুসি, প্লাইমপালস, রু-দ্যা মন্ট ব্লানকসহ সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে৷ টেলিফিল্মটি পরিচালনা করেছেন রায়হান খান৷
এদিকে হুমায়ূন আহমেদের দাফন কোথায় হবে সেটি নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে তাঁর পরিবার৷ তবে তাঁকে নুহাশ পল্লীতে সমাহিত করা হবে না, সেটি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই রম্যলেখক আহসান হাবিব৷ অন্যদিকে হুমায়ূন আহমেদের আরেক ভাই জনপ্রিয় লেখক জাফর ইকবাল জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন৷ গাজীপুরের নুহাশ পল্লীর পরবির্তে তাঁকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে দাফন করা হতে পারে বলে জানা গেছে৷
এদিকে হুমায়ূনের মৃতদেহ ইতিমধ্যে অ্যামেরিকা থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ দেশে ফেরত পাঠানোর পর তাঁর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন বাংলা সাহিত্যের অন্যতম এই মহাপুরুষকে৷
আরআই / এএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর)