1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমায়ূন আহমেদের ‘দেবী’

২০ এপ্রিল ২০১৮

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দেবী'৷ ট্রেইলার প্রকাশের পর মাত্র কয়েকদিনেই ভাইরাল হয়েছে এটি৷ এবারই প্রথম আহমেদ-সৃষ্ট চরিত্র মিসির আলিকে বড় পর্দায় দেখা যাবে৷

https://p.dw.com/p/2wN90
Bengalischer Film Debi
ছবি: Youtube/Jaaz Multimedia

অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে রানুর ভূমিকায় অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান৷ যিনি এই চলচ্চিত্রের প্রযোজকও বটে৷ এটি তাঁর প্রথম প্রযোজনা৷ মিসির আলির চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী৷ এছাড়া আছেন অনিমেষ আইচ, শবনম ফারিয়াসহ অনেকে৷

১৫ই এপ্রিল ইউটিউব এবং ফেসবুকে একই সাথে পোস্ট করা হয় এই চলচ্চিত্রের ট্রেইলার এবং ব্যাপক সাড়া মিলেছে এতে৷ ফেসবুকে এ পর্যন্ত ৭ লাখ ৭৫ হাজার বার দেখা হয়েছে এটি৷ আর ইউটিউবে দেখা হয়েছে ২ লাখেরও বেশি বার৷ অসংখ্য মন্তব্যে বেশিরভাগ দর্শকই লিখেছেন, তাদের আশা অসাধারণ একটি চলচ্চিত্র দেখার সৌভাগ্য হবে এবং জয়া আহসানের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে৷

এ বছরের শীতে ছবিটি মুক্তি পাবে বলে আশা করছেন জয়া আহসান৷ 

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান