1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমকির মুখে নদী, হুমকিতে ঢাকা

১৮ এপ্রিল ২০১১

ঢাকার চারপাশের নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়ায় ঢাকার মানুষের জীবনযাত্রাও বদলে যাবে৷ পরিবেশবিদ ও নদী বিশেষজ্ঞদের আশঙ্কা মারাত্মক পরিবেশ বিপর্যয়ের কারণে এই নগরী বসবসের অনুপযোগী হয়ে পড়তে পারে৷

https://p.dw.com/p/10vDk
ছবি: AP

অবৈধ স্থাপনা, কারখানার রাসায়নিক পদার্থ এবং সোয়া কোটি নগরবাসীর বর্জ্যের কারণে প্রতিদিনই একটু একটু করে মরে যাচ্ছে বুড়িগঙ্গা নদী৷ বুড়িগঙ্গার পানিতে অক্সিজেনের মাত্রা শূণ্যের কোঠায় ঠেকেছে৷ তাই এই পানিতে এখন কোন জলজ প্রাণীর পক্ষে বেঁচে থাকা অসম্ভব৷ আর এই পরিস্থিতি পুরো রাজধানীরই বিপর্যয় ডেকে আনছে৷ কারণ, ঢাকার প্রাণপ্রবাহ হল বুড়িগঙ্গা৷ প্রাণপ্রবাহ মরে গেলে ঢাকাকেও বাঁচানো সম্ভব হবে না, বললেন পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব৷

ব্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পানি ও পরিবেশবিদ ড. আইনুন নিশাত মনে করছেন, ঢাকার পারপাশের নদীর এই মারণদশার কারণে কৃষিজমি, জলজপ্রাণী, মানুষ চরম হুমকির মুখে পড়বে৷ নদীতে মাছ থাকবেনা, থাকবেনা জলচর পাখি৷ ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য ৷

বিশেষজ্ঞরা বলেন, তাই আশপাশের নদী রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে৷ কিন্তু সরকার নদীর তীরে সীমানা পিলার বসানোর যে উদ্যোগ নিয়েছে তাতে নদী আরো ছোট হয়ে যাবে৷ কারণ নদীর প্রকৃত অবস্থান নির্ণয় না করে নদীর মধ্যেই পিলার দেয়া হচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার