হিরো আলমের যে বক্তব্য ভাইরাল
১৫ নভেম্বর ২০১৮বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ‘লাঙ্গল’ মার্কায় নির্বাচন করার ঘোষণা দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিরো আলম৷
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক বছর ধরে ব্যাপক আলোচিত হিরো আলমের হঠাৎ করে রাজনীতিতে আসা এবং নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণায় নতুন করে আলোচনায় তিনি৷
সোমবার একাত্তর জার্নালে এসেছিলেন হিরো আলম৷ তাঁর সঙ্গে আলোচনার অংশটুকু ফেসবুকে পোস্ট করেছে ‘রিয়েল সিলেট'৷ সেদিন পোস্ট করার পর ফেসবুকে ভিডিওটি দেখা হয়েছে ৫ লাখেরও বেশি বার৷ শেয়ার হয়েছে প্রায় ৮ হাজার বার৷ মন্তব্য করা হয়েছে প্রায় ১১শ'টি৷
মন্তব্যে অনেকেই তাঁর রাজনীতিতে অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখেছেন৷ তাঁদের বক্তব্য, বাংলাদেশের রাজনীতিতে এমন সহজ-সরল মানুষের অংশগ্রহণ প্রয়োজন৷ কারো কারো কাছে তাঁর বক্তব্য খুবই সাবলীল এবং উপযোগী মনে হয়েছে৷
অন্যদিকে, কেউ কেউ বলেছেন, টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা দিয়ে রাজনীতি হয় না৷ একজন লিখেছেন, রাজনীতিতে সহজ-সরল মানুষের স্থান নেই৷
এপিবি/এসিবি