হিটলারের কফি কাপ!
২৬ এপ্রিল ২০১৪একটি লাল গোলাপ, একটি ইংরেজি পংক্তি ও সিল দেওয়া একটি ডাকটিকিট অলঙ্কৃত করেছে কাপটিকে৷ কাপটি শুধু সস্তা মানেরই নয়, জাতীয় সমাজতান্ত্রিকদের আমলের একটি ঐতিহাসিক ডাকটিকিটও আঁকা রয়েছে এতে৷ যাতে দেখা যায় হিটলারের প্রতিকৃতি ও স্বস্তিকা চিহ্ন৷
ক্রেতারা ক্ষতিপূরণ পাবেন
যে সব কাপ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে এবার৷ ক্রেতাদের প্রতি কাপের জন্য ২০ ইউরোর একটি কুপন দেওয়া হচ্ছে৷ যদিও একটি কাপের দাম ছিল ১.৯৯ ইউরো৷ বলা হয়েছে আসবাব-পত্রের দোকানটির তরফ থেকে৷
এদিকে বনে অবস্থিত সমসাময়িক ইতিহাসের মিউজিয়াম বা ‘ইতিহাস ভবন' এর একটি নিদর্শনকে তার সংগ্রহে রাখার জন্য বিশেষ আগ্রহ দেখিয়েছে৷ ‘‘আমাদের ইচ্ছা কাপটিকে আমাদের সংগ্রহের জন্য রাখতে৷ এটিকে প্রদর্শন করা হবে না৷'' বলেন মিউজিয়ামের মুখপাত্র পেটার হফমান৷ গণমাধ্যমের প্রচারের ফলে এই কাপের বিষয়টি নজরে আসে তাদের৷ অবশ্য আসবাব-পত্রের প্রতিষ্ঠানটির সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি৷
‘‘এখানে নাৎসি অতীতের সঙ্গে সম্পর্কের বিষয়টি উঠে এসেছে'', বলেন হফমান৷ এক্ষেত্রে দুটি প্রশ্ন দেখা দেয়: আজকের এই বিশ্বায়নের যুগে উৎপাদনের শর্তাবলী কীভাবে বদলে যাচ্ছে? হিটলারের প্রতিকৃতি যে কাপে আঁকা ছিল, তা জার্মানিতে কারো চোখে পড়লো না কেন?
প্রথমে কারো চোখে পড়েনি
‘ইতিহাস ভবনে' এই বিষয়টি নিয়ে খুব হৈচৈ হয়নি৷ ‘‘আমাদের সংগ্রহের জন্য দৈনিক শয়ে শয়ে সামগ্রীর খোঁজখবর পাওয়া যায়৷ বর্তমানে আমাদের ৭০০,০০০ প্রদর্শনী-সামগ্রী রয়েছে৷'' জানান হফমান৷
আসবাব-পত্রের ঐ প্রতিষ্ঠানটি চীনের এক বাণিজ্যমেলায় এই কাপ তৈরির অর্ডারটি দেয়৷ অন্য আঁকাজোখার মধ্যে কাপটিতে হিটলারের প্রতিকৃতি ও স্বস্তিকাচিহ্নের ছবি প্রথমে কারো চোখে পড়েনি৷
এইগুলি প্রথমদিকে দোকানের সেল্ফে বা তাকে সাজিয়ে রাখা হয়েছিল৷ এমনকি ঘটনাটি প্রকাশ হওয়ার আগে বিক্রিও হয়ে যায় ১৭৫টি কাপ৷ বিষয়টির একটি আইনগত দিকও রয়েছে৷ জাতীয় সমাজতান্ত্রিকদের প্রতীক, স্বস্তিকাচিহ্ন জার্মানিতে নিষিদ্ধ৷ মিডিয়ার তথ্যমতে রাষ্ট্রীয় সুরক্ষা দপ্তর বিষয়টি নিয়ে তদন্ত করছে৷