হাসিনা সরকারের পতনের পর বড় যত ঘটনা
প্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে নানা পর্যায়ে বেশ কিছু বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার সরকারের পতনের গড়া এ সরকার আরো কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় সংসদ বিলুপ্ত
৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের উপ-প্রেসসচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খালেদা জিয়ার মুক্তি
৬ আগস্টই সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০২০ সাল থেকে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত থাকলেও গণআন্দোলনে সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পেলেন।
নতুন পুলিশ প্রধান
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে ৬ আগস্ট নতুন আইজিপি হিসেবে মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেয়া হয়। পরের দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় মো. মাইনুল হাসানকে। এরপর থেকে ডিএমপির যুগ্ম কমিশনার ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের পদে ব্যাপক রদবদল করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
৭ আগস্ট অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ পদত্যাগ করেন। ১২ আগস্ট পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৬৭ আইন কর্মকর্তার পদত্যাগের তথ্য জানিয়েছে বাংলাদেশের গণমাধ্যম। ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে। এরপর ১৩ আগস্ট অতিরিক্ত ৩ অ্যাটর্নি জেনারেল ও ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেয়া হয়।
অন্তর্বর্তী সরকার গঠন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ঘোষণা করেন রাষ্ট্রপতি। ইউনূসসহ মোট ১৭ উপদেষ্টা ৮ আগস্ট শপথ গ্রহণ করেন। ১৬ আগস্ট আরো চার উপদেষ্টা শপথ নেয়ায় উপদেষ্টাদের মোট সংখ্যা দাঁড়ায় ২১ এ। এদের মধ্যে বিভিন্ন এনজিওর কর্মকর্তারা ছাড়াও রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, অর্থনীতিবিদ, শিক্ষক, আমলা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি।
জামায়াতের উপস্থিতি নিয়ে অস্পষ্টতা
সরকারের পতনের কয়েকদিন আগে নিষিদ্ধ করা জামায়াতে ইসলামী এখন প্রকাশ্যে৷ দলটির নেতারা রাষ্ট্রীয় অনুষ্ঠানেও দাওয়াত পাচ্ছেন৷ জামায়াত বলছে, সরকারের পতনের পর ওই আদেশের আর বাস্তবে কোনো কার্যকারিতা নেই৷ নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘বিষয়টি সরকার ও তার নির্বাহী বিভাগের সিদ্ধান্তের ব্যাপার৷'' কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের এক সপ্তাহ পরও নির্বাহী আদেশটি প্রত্যাহার করা হয়নি।
প্রধান বিচারপতিসহ ৬ বিচারপতির পদত্যাগ
১০ আগস্ট ফুলকোর্ট সভা ডাকার পর তা বাতিল করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। দুপুরের পর থেকে একে একে পদত্যাগ করেন বিচারপতিরা।
নতুন প্রধান বিচারপতি নিয়োগ
১০ আগস্ট রাতেই হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। ১২ আগস্ট হাইকোর্ট বিভাগের আরো চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ দেয়া হয়।
১৫ আগস্টের ছুটি বাতিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে 'ব্যাপক ঐকমত্যের' ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর
শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ দিন পর ১০ আগস্ট পদত্যাগ করেন গভর্নর আবদুর রউফ তালুকদার। তার জায়গায় নতুন গভর্নর হিসাবে ১৩ আগস্ট নিয়োগ দেয়া হয়েছে আহসান এইচ মনসুরকে। সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্দিষ্ট থাকায় ৭২ বছর বয়সি আহসান এইচ মনসুরকে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করে গভর্নর পদের বয়সসীমা তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সাবেক মন্ত্রী, উপদেষ্টা গ্রেপ্তার
১৩ আগস্ট গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ১৫ আগস্ট বিলুপ্ত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও গ্রেপ্তার করা হয়।
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা
১৪ আগস্ট শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম। ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ এবং ৭ আগস্ট মারা যাওয়া নবম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন। বাকি অভিযুক্তদের মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা রয়েছেন।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার
১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর ১৬ আগস্ট তাকে ৮ দিনের রিমান্ডে দিয়েছে। এর আগে ১৩ আগস্ট সেনাবাহিনী থেকে জিয়াউলকে অব্যাহতি দেয়া হয়। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন তিনি।