1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসপাতালের সিসিউতে খালেদা জিয়া

৮ জুলাই ২০২৪

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ বিএনপি চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তাকে সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে৷

https://p.dw.com/p/4hzzV
খালেদা জিয়া
খালেদা জিয়াছবি: A.M. Ahad/picture alliance/AP Photo

আজ ভোর ৪টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়াকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়৷ ভোর পৌনে পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসন প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান৷

চিকিৎসক জাহিদ হোসেন আজ দুপুর পৌনে ১২টার দিকে বলেন, হৃদযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া৷ সে কারণেই তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়৷

এর আগে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া৷ গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়৷

৭৯ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন৷

এপিবি/কেএম (দৈনিক প্রথম আলো)