1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসপাতালে জগজিৎ সিং, ভক্তদের প্রার্থনা

২৫ সেপ্টেম্বর ২০১১

উপমহাদেশের প্রখ্যাত গজল শিল্পী জগজিৎ সিং এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা৷

https://p.dw.com/p/12g9E
জগজিৎ সিংছবি: AP

ভারতের সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে জানা গেছে, শনিবার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করানো হয় এই প্রখ্যাত গজল শিল্পীকে৷ সেখানে তাঁর দুইবার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া৷ তাঁর অবস্থা আগের চেয়ে খারাপ না হলেও আগের মতই রয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে৷ তাঁর বর্তমান সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ৷ জানা গেছে, ৭০ বছর বয়েসি এই সঙ্গীত শিল্পী উচ্চ রক্তচাপে ভুগছিলেন৷

এদিকে জগজিৎ সিং এর অসুস্থ্যতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের সঙ্গীত ভক্তদের মধ্যে৷  তারা আশু সুস্থতা কামনা করছেন তাদের প্রিয় শিল্পীর৷ জগজিৎ সিং এর সুস্থতা কামনা করে রোববার তাঁর জন্মস্থান শ্রী গঙ্গানগরে এক ধর্মসভার আয়োজন করা হয়৷ সেখানে সমবেত হন সকল ধর্মের মানুষ৷ তারা জগজিৎ সিং এর আরোগ্য কামনা করে প্রার্থনা করেন৷

ভারতে আসছেন লেডি গাগা

Flash-Galerie MTV Music Awards 2011
এমটিভির একটি অনুষ্ঠানে লেডি গাগাছবি: AP

ভারতে আসছেন হাল আমলের সেনসেশন গায়িকা লেডি গাগা৷ আসছেন তিনি আগামী মাসেই৷ ভারতে ফর্মুলা ওয়ানের সমাপনী অনুষ্ঠানে গান গাইবেন একাধিক অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই মার্কিন গায়িকা৷

জানা গেছে, নতুন দিল্লির নতুন সার্কিটে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফর্মুলা ওয়ানের গ্রঁ প্রি রেস৷ রেসের পাশাপাশি থাকছে বিনোদনের ব্যবস্থাও৷ আগামী ৩০ অক্টোবর সেখানেই হাজির হবেন এই যুগের ‘পপ ডিভা' লেডি গাগা৷ রেসের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রেস শেষে জমকালো সমাপনীতে দর্শকদের সামনে হাজির হবেন তিনি৷ এই জন্য তাঁর কনসার্টের টিকিটের দাম পড়বে আড়াই থেকে ৩৫ হাজার রুপি পর্যন্ত৷

এদিকে ফর্মুলা ওয়ানের আসন্ন রেসের টিকিট বেশ ভালোই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা৷ এখন পর্যন্ত এক লাখ টিকিটের মধ্যে ২০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তারা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক