1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন, খেলবেন আমেদাবাদে?

১০ অক্টোবর ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভমন গিল। মঙ্গলবার ছাড়া পেলেন তিনি।

https://p.dw.com/p/4XKaw
ডেঙ্গুতে অসুস্থ শুভমন আফগানিস্তানের বিরুদ্দে কেলতে পারবেন না।
শুভমন গিলের ডেঙ্গু হয়েছে। ছবি: Surjeet Yadav/Getty Images

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলতে পারবেন না। তাকে ছাড়াই দল দিল্লি গেছে। প্রশ্ন হলো, আমেদাবাদে ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মহারণে কি খেলতে পারবেন শুভমন?

খুব ভালো ফর্মে ছিলেন শুভমন। এই অবস্থায় তার ডেঙ্গি ধরা পড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অভাব অনুভূত হয়েছে। ভারতের প্রথম তিনজন আউট হয়েছেন কোনো রান না করে।

শুভমনের প্লেটলেট কাউন্ট কমে গিয়েছিল বলে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বোর্ডের সূত্র পিটিআই-কে জানিয়েছে, প্লেটলেট কাউন্ট ৭০ হাজারে নেমে গিয়েছিল। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে এটা হয়েই থাকে। তাকে দুইদিন ধরে ড্রিপ দেয়া হয়েছে।  তবে মঙ্গলবার সকালে  তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে। তিনি এখন টিম হোটেলে ফিরে এসেছেন। বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত চিকিৎসকরা তার দেখভাল করছেন।

বুধবার আফগানিস্তানের সঙ্গে খেলবে ভারত। তাতে শুভমন থাকবেন না এটা নিশ্চিত। আগামী শনিবার ভারত ও পাকিস্তানের ম্যাচ আমেদাবাদে। সাত বছর পর ভারতের মাটিতে খেলবে পাকিস্তান।  এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে।

বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, শুভমন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে তারা কিছু বলেনি।

বিসিসিআই এখনো আশা করে বসে আছে, শুভমন গিল পুরো সুস্থ হয়ে উঠলে তিনি আমেদাবাদে খেলবেন। না হলে পাকিস্তানের বিরুদ্ধে তাকে বাদ দিয়েই টিম নামাতে হবে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)