হামাসের হামলার বর্ষপূর্তিতে দেশে দেশে যুদ্ধ বন্ধের দাবি
৭ অক্টোবর, ২০২৪ ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ হয়েছে। ওই হামলার পর গাজায় হামলা চালায় ইসরায়েল৷ এখনো প্রতিদিন ঝরছে মানুষের প্রাণ৷ এই প্রাণঘাতী সংঘর্ষ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন হাজারও মানুষ। দেখুন ছবিঘরে...
সোফিয়া, বুলগেরিয়া
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় বিক্ষোভের সময় মানুষ ফিলিস্তিন ও লেবাননের পতাকা হাতে তাদের প্রতি সংহতি প্রকাশ করেন।
নয়া দিল্লি, ভারত
নয়া দিল্লির যন্তর মন্তর এলাকার সমাবেশের সময় একজন সড়কে লিখেন "ভারতের জনগণ ফিলিস্তিনের পাশে আছে৷"
রোম, ইটালি
ইটালির রাজধানী রোমের মিছিলে একজনকে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতীক খুফিয়া পরে থাকতে দেখা যায়।
জেরুজালেম, ইসরায়েল
হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবিতে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেন শহরটির অধিবাসীরা। জিম্মি হওয়ার এক বছরে পরও তাদের ফিরিয়ে না আনতে পারায় তীব্র সমালোচনার মুখে রয়েছেন নেতানিয়াহু।
মেক্সিকো সিটি, মেক্সিকো
মেক্সিকোতেও ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও যুদ্ধ বন্ধের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
5 ছবি
1 | 55 ছবি