হামলার পরও আততায়ীকে বার্লিনে দেখা যায়
২৩ ডিসেম্বর ২০১৬স্থানটি ট্রাক আক্রমণের অকুস্থল ব্রাইটশাইডপ্লাৎস থেকে মাত্র চার কিলোমিটার দূরে৷ সালাফিরা যে মসজিদটিকে ‘‘বার্লিনের আইসিস মানুষদের মসজিদ’’ বলে অভিহিত করে থাকে, তার মাত্র কয়েকশ’ মিটার দূর থেকেই আততায়ী ট্রাকটি নিয়ে ব্রাইটশাইডপ্লাৎস অভিমুখে যাত্রা শুরু করে৷ দৃশ্যত নিরাপত্তা বিভাগ সালাফিদের টেলিফোনে আড়ি পেতে মসজিদটিকে আইসিস-এর মসজিদ হিসেবে বর্ণনা করতে শোনে, জানিয়েছে আরবিবি৷
ডিপিএ সংবাদ সংস্থার খবর অনুযায়ী বৃহস্পতিবার মোয়াবিটের মসজিদটিতেও পুলিশি তল্লাসি চালানো হয়, যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ ২৪ বছর বয়সি টিউনিশীয় আনিস আমরি এখনও বার্লিনেই আছে, বলে তদন্তকারীদের ধারণা, ‘‘টাগেসস্পিগেল’’ দৈনিক তার বিবরণে জানিয়েছে৷ এছাড়া এক প্রত্যক্ষদর্শী নাকি আমরির মুখে এমন আঘাতের চিহ্ন দেখেছেন, যার ডাক্তারি চিকিৎসার প্রয়োজন পড়ার কথা৷
আনিস আমরির অপরাধী জীবনের সূচনা তার স্বদেশ টিউনিশিয়ায়৷ পরে সে লাম্পেদুসা দ্বীপ হয়ে ইটালিতে পৌঁছে সেখানেও কয়েক বছর জেল খাটে৷ ইটালিতে ছাড়া পেয়ে জার্মানিতে এসে সে এখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দেয় ও সে আবেদন নাকচ হয়৷ ‘‘ডেয়ার স্পিগেল’’ সংবাদ সাপ্তাহিকের খবর অনুযায়ী নিরাপত্তা বিভাগ টেলিফোনে আড়ি পেতে শোনে যে, আমরি একটি আত্মঘাতী আক্রমণ চালানোর প্রস্তাব দিচ্ছে – কিন্তু তার বক্তব্য স্পষ্ট না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়নি৷
তা সত্ত্বেও আমরির ওপর গত মার্চ থেকে সেপ্টেম্বর মাস অবধি নজর রাখা হয়, কেননা সন্দেহ করা হচ্ছিল যে, সে আক্রমণ চালানোর স্বয়ংক্রিয় অস্ত্র কেনার জন্য চুরির পথ ধরতে পারে৷ কিন্তু আমরি দৃশ্যত চুরি-ডাকাতির পথে না গিয়ে ছোটখাটো মাদক বিক্রি শুরু করে৷ তখন তার ওপর নজরদারি বন্ধ করা হয়৷ বিশেষজ্ঞরা বলছেন, জার্মানিতে ৫৫০ জন ব্যক্তি ‘‘গেফ্যার্ডার’’ বা ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত, কিন্তু জার্মান নিরাপত্তা বিভাগের তাদের ওপর ২৪ ঘণ্টা নজরদারি করার মতো লোকবল নেই৷
পুলিশ বৃহস্পতিবার পশ্চিমের ডুইসবুর্গ শহরে ২৮ ও ৩১ বছর বয়সি দুই ভাইকে গ্রেপ্তার করেছে, যাদের জন্ম কোসোভোয়৷ তারা কাছের ওবারহাউজেন শহরের একটি বড় শপিং মল-এর ওপর আক্রমণ চালানোর পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছিল৷ দৃশ্যত এই গ্রেপ্তারির সঙ্গে বার্লিনের ঘটনার কোনো সম্পর্ক নেই৷
একমাত্র নিশ্চিত তথ্য আপাতত সম্ভবত এই যে, ট্রাকের ভিতর আমরির আঙুলের ছাপ পাওয়া গিয়েছে৷ ফেডারাল অপরাধ দপ্তরের বার্লিন অফিসে যাবার পর স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের বৃহস্পতিবার বলেছেন, আমরি খুব সম্ভবত আসল আততায়ী৷
এসি/ডিজি (ডিপিএ, এএফপি)