1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলার পরও আততায়ীকে বার্লিনে দেখা যায়

২৩ ডিসেম্বর ২০১৬

স্থানীয় সম্প্রচারক রেডিও বার্লিন ব্রান্ডেনবুর্গ বৃহস্পতিবার সন্ধ্যায় যে সিসিটিভি-র ফুটেজ প্রকাশ করেছে, তা-তে আনিস আমরিকে বার্লিনের মোয়াবিট এলাকায় সালাফিদের পরিচালিত একটি মসজিদের সামনে দেখা গিয়েছিল৷

https://p.dw.com/p/2Um6p
আনিস আমরি
ছবি: Reuters

স্থানটি ট্রাক আক্রমণের অকুস্থল ব্রাইটশাইডপ্লাৎস থেকে মাত্র চার কিলোমিটার দূরে৷ সালাফিরা যে মসজিদটিকে ‘‘বার্লিনের আইসিস মানুষদের মসজিদ’’ বলে অভিহিত করে থাকে, তার মাত্র কয়েকশ’ মিটার দূর থেকেই আততায়ী ট্রাকটি নিয়ে ব্রাইটশাইডপ্লাৎস অভিমুখে যাত্রা শুরু করে৷ দৃশ্যত নিরাপত্তা বিভাগ সালাফিদের টেলিফোনে আড়ি পেতে মসজিদটিকে আইসিস-এর মসজিদ হিসেবে বর্ণনা করতে শোনে, জানিয়েছে আরবিবি৷

ডিপিএ সংবাদ সংস্থার খবর অনুযায়ী বৃহস্পতিবার মোয়াবিটের মসজিদটিতেও পুলিশি তল্লাসি চালানো হয়, যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ ২৪ বছর বয়সি টিউনিশীয় আনিস আমরি এখনও বার্লিনেই আছে, বলে তদন্তকারীদের ধারণা, ‘‘টাগেসস্পিগেল’’ দৈনিক তার বিবরণে জানিয়েছে৷ এছাড়া এক প্রত্যক্ষদর্শী নাকি আমরির মুখে এমন আঘাতের চিহ্ন দেখেছেন, যার ডাক্তারি চিকিৎসার প্রয়োজন পড়ার কথা৷

আনিস আমরির অপরাধী জীবনের সূচনা তার স্বদেশ টিউনিশিয়ায়৷ পরে সে লাম্পেদুসা দ্বীপ হয়ে ইটালিতে পৌঁছে সেখানেও কয়েক বছর জেল খাটে৷ ইটালিতে ছাড়া পেয়ে জার্মানিতে এসে সে এখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দেয় ও সে আবেদন নাকচ হয়৷ ‘‘ডেয়ার স্পিগেল’’ সংবাদ সাপ্তাহিকের খবর অনুযায়ী নিরাপত্তা বিভাগ টেলিফোনে আড়ি পেতে শোনে যে, আমরি একটি আত্মঘাতী আক্রমণ চালানোর প্রস্তাব দিচ্ছে – কিন্তু তার বক্তব্য স্পষ্ট না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়নি৷

ডিডাব্লিউ-র মুখোমুখি আমরির পরিবার

তা সত্ত্বেও আমরির ওপর গত মার্চ থেকে সেপ্টেম্বর মাস অবধি নজর রাখা হয়, কেননা সন্দেহ করা হচ্ছিল যে, সে আক্রমণ চালানোর স্বয়ংক্রিয় অস্ত্র কেনার জন্য চুরির পথ ধরতে পারে৷ কিন্তু আমরি দৃশ্যত চুরি-ডাকাতির পথে না গিয়ে ছোটখাটো মাদক বিক্রি শুরু করে৷ তখন তার ওপর নজরদারি বন্ধ করা হয়৷ বিশেষজ্ঞরা বলছেন, জার্মানিতে ৫৫০ জন ব্যক্তি ‘‘গেফ্যার্ডার’’ বা ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত, কিন্তু জার্মান নিরাপত্তা বিভাগের তাদের ওপর ২৪ ঘণ্টা নজরদারি করার মতো লোকবল নেই৷

পুলিশ বৃহস্পতিবার পশ্চিমের ডুইসবুর্গ শহরে ২৮ ও ৩১ বছর বয়সি দুই ভাইকে গ্রেপ্তার করেছে, যাদের জন্ম কোসোভোয়৷ তারা কাছের ওবারহাউজেন শহরের একটি বড় শপিং মল-এর ওপর আক্রমণ চালানোর পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছিল৷ দৃশ্যত এই গ্রেপ্তারির সঙ্গে বার্লিনের ঘটনার কোনো সম্পর্ক নেই৷

একমাত্র নিশ্চিত তথ্য আপাতত সম্ভবত এই যে, ট্রাকের ভিতর আমরির আঙুলের ছাপ পাওয়া গিয়েছে৷ ফেডারাল অপরাধ দপ্তরের বার্লিন অফিসে যাবার পর স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের বৃহস্পতিবার বলেছেন, আমরি খুব সম্ভবত আসল আততায়ী৷

এসি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান