হামলাকারীদের শাস্তি দেয়ার অঙ্গীকার ওবামার
১৩ সেপ্টেম্বর ২০১২বেনগাজিতে এক ভয়াবহ হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসন ও তাঁর তিন সহকর্মী নিহত হন৷ মার্কিন কর্মকর্তারা মনে করছেন এ হামলা ছিল পরিকল্পিত৷ হামলার জন্য আনসার আল শরিয়া নামের এক ইসলামী জঙ্গী সংগঠনকে দায়ী মনে করছেন তাঁরা৷ এমন ধারণা করার পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি তাঁদের৷ এদিকে এ হামলার জন্য দায়ী যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন বারাক ওবামা৷ বুধবার লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ মাগরিয়েফের সঙ্গে এ নিয়ে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট এ-ও জানিয়েছেন যে, চরম নিন্দনীয় ও জঘন্য এ ঘটনা লিবিয়ার সঙ্গে তাঁর দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবেনা৷ বরং লিবিয়াকে সঙ্গে নিয়েই হামলাকারীদের শায়েস্তা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি৷
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও রাশিয়া৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ‘জাতিসংঘ যে কোনো ধর্মের অবমাননারই বিপক্ষে, তবে বেনগাজিতে যে নির্মম ঘটনা ঘটেছে তার পক্ষে কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয়৷' বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে পাঠানো এক বার্তায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘এ ঘটনায় আবারও বোঝা গেল অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে সংগ্রামটা আমাদের ঐক্যবদ্ধভাবেই করতে হবে৷'
এসিবি / এসবি (রয়টার্স)