হাজী সেলিম সরকারের চেয়েও বেশি শক্তিশালী!
২৪ নভেম্বর ২০২০‘‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আর আওয়ামী লীগের রাজনীতিতে ভণ্ডামির শেষ বলে কিছু নেই৷ গত কয়দিন ধরে সব টিভি চ্যানেলে হাজী সেলিমের নানা অন্যায্য কাজের খবর পেলাম৷ অথচ হাজী মোহাম্মদ সেলিম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য,'' হাজী মোহাম্মদ সেলিম সম্পর্কে এই মন্তব্য পাঠক ফজল মাহমুদ সজীবের৷
পাঠক শিহাব উদ্দিনের ধারণা ক্ষমতা থাকলে বাংলাদেশে সব কিছু করাই সম্ভব, একমত মারুফ হোসেন, মহিন খান, তালুকদার মামুনের মতো অনেকেই৷
এদিকে, হাফিজুর রহমান হাফিজুল্লাহ দুঃখ করে লিখেছেন, ‘‘ডয়চে ভেলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আর আপনারাও বলছেন নিরাপত্তার কারণে লুকিয়ে ভিডিও করছেন৷ হায় আল্লাহ্ একি অবস্থা!'' মহিন খান জানিয়েছেন, ‘‘সাংবাদিকের অসহায়ত্বের মাঝে লুকিয়ে আছে বাংলাদেশের অসহায়ত্ব৷ কত ভয়-ভীতি, শঙ্কা ও আশঙ্কার মাঝে রিপোর্ট করতে হচ্ছে সাংবাদিকের৷'' পাঠক সাদিক হোসেনও এমনটাই মনে করেন৷
আর ‘‘দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছে, মগের মুল্লুকের শাসন চলছে'' - এই মন্তব্য পাঠক ইমরান হোসেন মফিজের৷ আর ‘‘হাজী সেলিমরা আইনের উর্ধ্বে, তাদের কোনো বিচার হবে না,'' একেবারে নিশ্চিত পাঠক মারুফ হোসেন৷ তবে পাঠক সিদ্দীকুর রহমান মনে করেন, ‘‘হাজী সেলিম সরকারের চেয়েও বেশি শক্তিশালী৷''
‘‘যেখানে সরকারি জায়গার কোন নিরাপত্তা নাই, সেখানে জনগণের জানমাল কতটুকু নিরাপদ,'' প্রশ্ন মোস্তাফিজুর রহমান বাবুর৷ তানভির আহমেদ তুষার বলছেন, জনগণের ভোট চুরি করে সরকার যেভাবে টিকে আছে, ঠিক সেভাবেই হাজী সেলিম অগ্রণী ব্যাংকের জমি দখল করে আছেন৷
তবে, পাঠক আহমেদুল কাওসার মনে করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত৷
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন