1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইতি পুনর্গঠন নিয়ে মন্ট্রিয়ালে জরুরি বৈঠক শুরু

২৫ জানুয়ারি ২০১০

যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার হাইতির পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য কানাডার মন্ট্রিয়ালে জরুরি এক বৈঠকে মিলিত হয়েছেন৷ হাইতি ও কানাডার প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত রয়েছেন৷

https://p.dw.com/p/LgTe
ভূমিকম্পে বিধ্বস্ত একটি ট্রাকছবি: AP

হাইতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে আন্তর্জাতিক দাতা সংস্হাগুলোকে নিয়ে একটি পরিপূর্ণ সম্মেলন আয়োজনের প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে এই বৈঠককে৷

ভূমিকম্পের পর বেঁচে যাওয়াদের মধ্যে খাদ্য, পানি ও ওষুধ সরবরাহের ক্ষেত্রে কিভাবে আরো বেশি সমন্বয়তা আনা যায় তাই আলোচনা করছেন বিভিন্ন দেশের মন্ত্রীরা৷

বৈঠকের শুরুতে হাইতির প্রধানমন্ত্রী বলেন তার সরকার পুনর্গঠন কাজে নেতৃত্ব দিতে পারে৷

এদিকে ইউরোপের ছয়টি দেশ উদ্ধারকাজে সহায়তার জন্য ৩০০ পুলিশ সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে৷

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে জরুরি সাহায্য ও পুনর্গঠন কাজে সহায়তার জন্য ৪০০ মিলিয়ন ইউরো দেবার ঘোষণা দিয়েছে৷

এছাড়া ইউরোপীয় কমিশন হাইতির অনাথ শিশুদের দত্তক নেবার ব্যাপারে তাড়াহুড়ো না করতে সদস্য দেশগুলোর জনগণের প্রতি আহবান জানিয়েছে৷ কারণ সংস্হাটি বলছে, সেখানকার শিশুদের পরিস্থিতি আসলে কি তা এখনো জানা সম্ভব নয়৷

BdT Friedhof in Haiti
ভূমিকম্পে নিহতদের লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছেছবি: AP

জাপান হাইতিতে সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৭০ মিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছে৷ এছাড়া উদ্ধারকাজে সহায়তার জন্য সামরিক বাহিনীর ৩০০ সদস্য পাঠাবে বলে জানিয়েছে৷

এর আগে মাত্র ৫ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা দেয়ায় গত সপ্তাহে জাতিসংঘের এক কর্মকর্তা জাপানের সমালোচনা করেছিলেন৷

ইতালির একজন শীর্ষস্থানীয় দুর্যোগ ব্যবস্হাপনা বিশেষজ্ঞ হাইতিতে যুক্তরাষ্ট্রের কার্যক্রমের  সমালোচনা করেছেন৷

দেশটির জননিরাপত্তা বিভাগের প্রধান গিডো বের্টোলাসো যিনি গত বছর তাঁর দেশে ঘটে যাওয়া ভূমিকম্প ব্যবস্হাপনায় আন্তর্জাতিক প্রশংসা পেয়েছিলেন তিনি বলছেন, হাইতির অবস্থা খুবই করুন৷

তবে এই পরিস্থিতির উন্নতি করা সম্ভব ছিল বলে তিনি মনে করেন৷

বের্টোলাসো বলেন, যুক্তরাষ্ট্র হাইতিতে কেবল সৈন্যবাহিনীর সমাবেশ ঘটিয়েছে, যারা আসলে এ ধরণের দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞ নয়৷

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বলেছেন, ভূমিকম্প পরবর্তী কাজে সহায়তার জন্য সামরিক বাহিনী মোতায়েন জরুরী ছিল৷

তিনি বলেন, এ ধরণের কাজে সফলতার জন্য একজন সুযোগ্য নেতার দরকার, যেটা এখানে নেই৷ বের্টোলাসো গত শুক্রবার হাইতির পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে পৌঁছন৷

হাইতিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ১৩ হাজার সৈন্য ত্রাণ কাজে নিয়োজিত রয়েছে৷

Haiti Erdbeben Hilfe aus aller Welt Flash-Galerie
কর্মীরা ত্রাণ বিতরণের জন্য তৈরী হচ্ছেছবি: AP

উল্লেখ্য, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেজও গত রোববার ত্রাণকার্য পরিচালনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন৷ তিনি প্রেসিডেন্ট ওবামাকে সৈন্য পাঠানোর পরিবর্তে বেশি করে ভ্যাকসিন পাঠাবার পরামর্শ দেন৷

এদিকে, নতুন এক হিসেব অনুযায়ী হাইতির সরকার বলছে গত ১২ তারিখে ঘটে যাওয়া হাইতির ভূমিকম্পে কমপক্ষে দেড় লক্ষ লোক মারা গেছে৷

বিশ্ব চার্চ পরিষদ হাইতির ঋণ মওকুফ করার জন্য আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর প্রতি আহবান জানিয়েছে৷

প্রতিবেদক: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক