হাইতি পুনর্গঠন নিয়ে মন্ট্রিয়ালে জরুরি বৈঠক শুরু
২৫ জানুয়ারি ২০১০হাইতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে আন্তর্জাতিক দাতা সংস্হাগুলোকে নিয়ে একটি পরিপূর্ণ সম্মেলন আয়োজনের প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে এই বৈঠককে৷
ভূমিকম্পের পর বেঁচে যাওয়াদের মধ্যে খাদ্য, পানি ও ওষুধ সরবরাহের ক্ষেত্রে কিভাবে আরো বেশি সমন্বয়তা আনা যায় তাই আলোচনা করছেন বিভিন্ন দেশের মন্ত্রীরা৷
বৈঠকের শুরুতে হাইতির প্রধানমন্ত্রী বলেন তার সরকার পুনর্গঠন কাজে নেতৃত্ব দিতে পারে৷
এদিকে ইউরোপের ছয়টি দেশ উদ্ধারকাজে সহায়তার জন্য ৩০০ পুলিশ সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে৷
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে জরুরি সাহায্য ও পুনর্গঠন কাজে সহায়তার জন্য ৪০০ মিলিয়ন ইউরো দেবার ঘোষণা দিয়েছে৷
এছাড়া ইউরোপীয় কমিশন হাইতির অনাথ শিশুদের দত্তক নেবার ব্যাপারে তাড়াহুড়ো না করতে সদস্য দেশগুলোর জনগণের প্রতি আহবান জানিয়েছে৷ কারণ সংস্হাটি বলছে, সেখানকার শিশুদের পরিস্থিতি আসলে কি তা এখনো জানা সম্ভব নয়৷
জাপান হাইতিতে সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৭০ মিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছে৷ এছাড়া উদ্ধারকাজে সহায়তার জন্য সামরিক বাহিনীর ৩০০ সদস্য পাঠাবে বলে জানিয়েছে৷
এর আগে মাত্র ৫ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা দেয়ায় গত সপ্তাহে জাতিসংঘের এক কর্মকর্তা জাপানের সমালোচনা করেছিলেন৷
ইতালির একজন শীর্ষস্থানীয় দুর্যোগ ব্যবস্হাপনা বিশেষজ্ঞ হাইতিতে যুক্তরাষ্ট্রের কার্যক্রমের সমালোচনা করেছেন৷
দেশটির জননিরাপত্তা বিভাগের প্রধান গিডো বের্টোলাসো যিনি গত বছর তাঁর দেশে ঘটে যাওয়া ভূমিকম্প ব্যবস্হাপনায় আন্তর্জাতিক প্রশংসা পেয়েছিলেন তিনি বলছেন, হাইতির অবস্থা খুবই করুন৷
তবে এই পরিস্থিতির উন্নতি করা সম্ভব ছিল বলে তিনি মনে করেন৷
বের্টোলাসো বলেন, যুক্তরাষ্ট্র হাইতিতে কেবল সৈন্যবাহিনীর সমাবেশ ঘটিয়েছে, যারা আসলে এ ধরণের দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞ নয়৷
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বলেছেন, ভূমিকম্প পরবর্তী কাজে সহায়তার জন্য সামরিক বাহিনী মোতায়েন জরুরী ছিল৷
তিনি বলেন, এ ধরণের কাজে সফলতার জন্য একজন সুযোগ্য নেতার দরকার, যেটা এখানে নেই৷ বের্টোলাসো গত শুক্রবার হাইতির পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে পৌঁছন৷
হাইতিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ১৩ হাজার সৈন্য ত্রাণ কাজে নিয়োজিত রয়েছে৷
উল্লেখ্য, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেজও গত রোববার ত্রাণকার্য পরিচালনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন৷ তিনি প্রেসিডেন্ট ওবামাকে সৈন্য পাঠানোর পরিবর্তে বেশি করে ভ্যাকসিন পাঠাবার পরামর্শ দেন৷
এদিকে, নতুন এক হিসেব অনুযায়ী হাইতির সরকার বলছে গত ১২ তারিখে ঘটে যাওয়া হাইতির ভূমিকম্পে কমপক্ষে দেড় লক্ষ লোক মারা গেছে৷
বিশ্ব চার্চ পরিষদ হাইতির ঋণ মওকুফ করার জন্য আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর প্রতি আহবান জানিয়েছে৷
প্রতিবেদক: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক