হলিউডের ওয়াক অফ ফেমে নাম লেখালেন বেন কিংসলে
২৮ মে ২০১০এই সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং প্রখ্যাত অভিনেতা ব্রুস উইলিস সহ আরও অনেকে৷
ব্রিটেনে জন্ম নিলেও ভারতের সঙ্গে নাড়ির সম্পর্ক রয়েছে বেন কিংসলের৷ ভারতীয় বংশোদ্ভুত পিতার ছেলে তিনি, জন্মের পর তাঁর নাম রাখা হয় কৃষ্ণ পন্ডিত ভানজি৷ কিন্তু সিনেমা জগতে পা রাখার সময় নাম পাল্টে হয়ে যান বেন কিংসলে৷ এরপরও তাঁর জীবনে ভারত ফিরে এসেছে বারবার৷ তাই ১৯৮৩ সালে যে ছবিটিতে অভিনয় করার জন্য অস্কার জেতেন তার নাম গান্ধী৷ হলিউডের ছবিগুলোতে দুর্দান্ত অভিনয় করার জন্য এখন পর্যন্ত চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন বেন কিংসলে বা একসময়ের কৃষ্ণ পন্ডিত ভানজি৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বলিউডের একটি ছবিতে অভিনয়ও করেছেন ৬৬ বছরের এই অভিনেতা৷ ছবির নাম তিন পাত্তি৷ এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বেন কিংসলের নতুন ছবি প্রিন্স অফ পার্সিয়া৷
কানে পোশাক নিয়ে বিব্রত রজত
কান চলচ্চিত্র উৎসবে এবার বলিউড তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷ লাল কার্পেটের ওপর দিয়ে ভক্তদের মাঝ দিয়ে তাঁরা হেটে গিয়েছেন অন্যান্য দেশের তারকাদের মতই৷ তাঁদের পরণের জমকালো পোশাক নিয়েও এবার মুখর ছিল নানা সংবাদ মাধ্যম৷ তবে এর মাঝে ভিন্ন খবর হয়ে এসেছেন উদান ছবির ১৭ বছর বয়সী তরুণ অভিনেতা রজত বরমেচা৷ উল্লেখ্য, এবার কান চলচ্চিত্র উৎসবে উদান ছিল বলিউডের একমাত্র ছবি যা আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছে৷ কিন্তু ছবির মূল অভিনেতা রজত জানতেন না এই ধরণের চোখ ধাঁধানো অনুষ্ঠানে কী পোশাক পরে যেতে হয়৷ তাই তিনি সেখানে গিয়েছিলেন তাঁর মত করে৷ কিন্তু ভাগ্য ভালো যে মূল অনুষ্ঠানস্থলে ঢোকার আগেই তিনি নজরে পড়েন ছবির প্রযোজক অনুরাগ কাসয়াপের৷ পরে আরেকজনের কাছ থেকে পোশাক ধার করে এনে কোনভাবে পরিস্থিতি সামাল দেন অনুরাগ কাসয়াপ৷ তিনি বলেন, আমরা এই প্রথমবারের মত কান-এ এসেছি৷ রজত উপযুক্ত কোন পোশাক আনতে পারেনি৷ ভাগ্য ভালো যে আমরা তাড়াহুড়ো করে হলেও সেই ব্যবস্থা করতে পেরেছি৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার