নাটালি উডের মৃত্যু নিয়ে রহস্য
১৮ জানুয়ারি ২০১৩১৯৮১ সালের ২৯শে নভেম্বর মাত্র ৪৩ বছর বয়সে জলে ডুবে মৃত্যু হয়েছিল নাটালি উড-এর৷ ক্যালিফোর্নিয়া রাজ্যের ক্যাটালিনা দ্বীপের কাছে তাঁদের নৌকায় ঘটনাটি ঘটে৷ সারা সন্ধ্যা অভিনেতা স্বামী রবার্ট ওয়াগনার ও আরেক অভিনেতা ক্রিস্টোফর ওয়াকেন-এর সঙ্গে কাটিয়েছিলেন নাটালি৷ যাই হোক, ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলেই ধরে নেওয়া হয়েছিল সে সময়৷
নৌকার ক্যাপ্টেন ডেনিস ড্যাভার্ন ২০০৯ সালে এই রহস্যজনক ঘটনা সম্পর্কে একটি বই লেখেন৷ আর তাতে তিনি দাবি করেন, নাটালি ও তাঁর স্বামীর মধ্যে সেই সন্ধ্যায় তীব্র বচসা হয়৷ শুধু তাই নয়, স্ত্রী নাটালি ডুবে যাওয়ার পরও তাঁর খোঁজ শুরু করতে নাকি অযথা বিলম্ব করেন রবার্ট৷
এরপর ২০১১ সালে পুলিশ আবারো নতুন করে তদন্ত শুরু করে৷ চলতি সপ্তাহে নতুন এক রিপোর্টে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, উড, ওয়াগনার ও ওয়াকেন – তিনজনই সেই সন্ধ্যায় মদ্যপ অবস্থায় ছিলেন৷ সেই অবস্থাতেই তাঁরা রেস্তোরাঁ থেকে নৌকায় ফেরেন৷ তারপরও মদ্যপান চলতে থাকে৷ ক্যাপ্টেন প্রথমে ভেবেছিলেন, নাটালি বোধহয় নৌকার সঙ্গে লাগানো ডিঙিতে চেপে তটে ফিরে গেছেন৷ তবে দেড়টার সময় তিনি পুলিশে খবর দেন৷ তার কিছুক্ষণ পর নাটালির মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়৷ নতুন রিপোর্ট অনুযায়ী, নাটালির শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা দুর্ঘটনার কারণে ঘটতে পারে না৷ বলা বাহুল্য, ডিঙি নৌকায় নাটালির সঙ্গে ছিলেন একমাত্র রবার্ট৷
এখন রবার্ট ওয়াগনারের বয়স ৮২৷ এতকাল পর স্ত্রীর মৃত্যু নিয়ে পুলিশের এই তৎপরতায় মোটেই খুশি নন তিনি৷ তাঁর সাফ কথা, যা বলার তা আগেই বলেছি, নতুন করে বলার কিছু নেই৷ তাই গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন রবার্ট৷ আইনজীবীর মাধ্যমে তিনি বলেছেন, মৃত্যুর প্রায় তিন দশক পর যাঁরা নতুন করে জলঘোলা করছেন, তাঁরা আসলে চমক সৃষ্টি করে ঘটনা থেকে ফায়দা তুলতে চান৷
প্রসঙ্গত, গত ৩০ বছর ধরে এ তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন রবার্ট ওয়াগনার, জবাব দিয়েছেন সব প্রশ্নের৷
ডিজি/এআই (এএফপি)