হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া
৮ নভেম্বর ২০২১হরমুজ প্রণালীতে রোববার ওয়ার গেমস শুরু করলো ইরান। তাদের দাবি, এটা হলো বহিঃশত্রুর সম্ভাব্য আগ্রাসন মোকাবিলা করার বার্ষিক মহড়া। চলতি মাসের শেষে অ্যামেরিক ও ইইউ-র প্রতিনিধিদের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসছে ইরান। তার আগে এই মহড়া তাৎপর্যপূর্ণ।
এই সামরিক মহড়ার নাম জোলফাঘার-১৪০০। হরমুজ প্রণালীতে এই মহড়া হচ্ছে। অবস্থানগত দিক থেকে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এর একদিকে আছে ওমান উপসাগর, অন্যদিকে পারস্য উপসাগর। এই প্রণালী দিয়েই বিশ্বের ২০ শতাংশ তেল ভারত মহাসাগর হয়ে বিশ্বের অন্যত্র যায়।
ইরানের টিভিকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, বহিঃশত্রুর সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর জন্য প্রস্তুত থাকতেই মহড়ার আয়োজন করা হয়েছে।
কীভাবে মহড়া
সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে। ১০ লাখ বর্গ কিলোমিটার জুড়ে এই মহড়া চলছে। বিভিন্ন ইউনিট দেশে তৈরি ইলেকট্রনিক সামগ্রী ও ড্রোন ব্যবহার করছে বলে ইরানের সংবাদসংস্থা তাসনিম জানিয়েছে।
ইরানের সেনা বিচ ল্যান্ডিং করছে। শত্রুর টার্গেটের দিকে অগ্রসর হচ্ছে। সেনা কর্মকর্তা হাবিবুল্লাহ জানিয়েছেন, সেনা শুধু নিজেদের রক্ষণাত্মক ক্ষমতাই দেখাচ্ছে না, প্রয়োজনে সীমান্ত পেরিয়ে যে কোনো ধরনের আগ্রাসন বন্ধ করার ক্ষমতাও দেখাচ্ছে।
আলোচনার প্রস্তুতি
এই সামরিক মহড়া এমন একটা সময় হলো, যখন আর কিছুদিনের মধ্যেই ইরান পরমাণু চুক্তি নিয়ে অ্যামেরিকা ও ইইউ-র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে। আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় এই আলোচনা শুরু হবে।
অ্যালেক্স বেরি/জিএইচ