হটডগ খাওয়ার রেকর্ড
৪ জুলাই রোববার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হটডগ খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করেছিল ফাস্টফুড চেন ‘নেথানস ফেমাস’৷ ১০ মিনিটে ৭৬টি হটডগ খেয়ে রেকর্ড করেছেন জোয়ি চেস্টনাট৷
নিয়মিত আয়োজন
৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৯৭২ সাল থেকে প্রতিবছর হটডগ খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করে আসছে ফাস্টফুড চেন ‘নেথানস ফেমাস’৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ প্রতিযোগিতার আনুষ্ঠানিক নাম ‘নেথানস ফেমাস হটডগ ইটিং কন্টেস্ট’৷
দর্শক ফিরেছে
করোনার কারণে গতবছর দর্শক ছাড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়৷ তবে রোববার প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত ছিলেন৷
রেকর্ড
১০ মিনিটে ৭৬টি হটডগ খেয়ে রেকর্ড করেছেন ইন্ডিয়ানার জোয়ি চেস্টনাট৷ গতবছর তিনি ৭৫টি হটডগ খেতে পেরেছিলেন৷ এ নিয়ে ১৪ বার এই প্রতিযোগিতায় সেরা হলেন চেস্টনাট৷
নারী বিজয়ী
এই বিভাগে সেরা হয়েছেন অ্যারিজোনার বাসিন্দা মিশেল লেসকো৷ ১০ মিনিটে প্রায় ৩১টি হটডগ খেয়েছেন তিনি৷ নারী বিভাগে গতবারের সেরা ও রেকর্ডধারী মিকি সুদো এবার গর্ভধারণের কারণে অংশ নিচে পারেননি৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার সন্তান জন্ম দেয়ার কথা৷ গতবছর সাড়ে ৪৮টি হটডগ খেয়েছিলেন মিকি সুদো৷
প্রতিক্রিয়া
বিজয়ী হওয়ার পর চেস্টনাট এক সাক্ষাৎকারে দর্শক উপস্থিতির গুরুত্ব সম্পর্কে জানিয়েছেন৷ তিনি বলেন, অনেকগুলো হটডগ খাওয়ার পর তিনি যখন কিছুটা অস্বস্তি বোধ করছিলেন তখন দর্শকদের চিৎকার, সমর্থন তাকে ভালো অনুভব করতে সহায়তা করেছে৷ সে কারণে গতবছর তিনি দর্শকদের ‘মিসড’ করেছেন বলে জানান৷
পুরস্কার
পুরুষ বিভাগে বিজয়ীদের হলুদ রংয়ের এই বেল্ট দেয়া হয়৷ এছাড়া দুই বিভাগের জয়ীরা প্রত্যেকে প্রায় সাড়ে আট লাখ টাকা করে পান৷