1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ে বিক্ষোভ চলছে, পুলিশি হামলার আশঙ্কা

৩ আগস্ট ২০১৯

স্বায়ত্বশাসন আর গণতন্ত্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে হংকংয়ের বিক্ষোভকারীরা৷ আন্দোলন ঠেকাতে পুলিশ দমনপীড়ন চালাতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা৷

https://p.dw.com/p/3NHY6
Hongkong Anti-Regierungsproteste
ছবি: Reuters/T. Siu

আন্দোলন ঠেকাতে সেনাবাহিনী নামানো হতে পারে বলেও উদ্বেগ তাদের৷

দাবি আদায়ে কয়েক হাজার বিক্ষোভকারী শনিবার হংকং-এর মং কক শহরে জড়ো হয়েছেন৷ এদিকে সরকার সমর্থকদেরও এদিন রাস্তায় নামতে দেখা গেছে৷ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকার সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে৷ 

বিক্ষোভকারীদের সতর্ক করে পুলিশ জানায়, আন্দোলনকারীরা যদি ‘শৃঙ্খলা নষ্ট' করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে৷ কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভকারীরা যদি আইনশৃঙ্খলা মেনে না চলে তাহলে প্রশাসন এতে হস্তক্ষেপ করবে৷ এদিকে সেনাবাহীনির পক্ষ থেকে হুশিয়ারি বার্তা দিয়ে বলা হয়েছে, যেকোন ‘অনিয়ন্ত্রিত পরিস্থিতি' মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে৷

এ পরিস্থিতে আতঙ্কে রয়েছেন বিক্ষোভকারীরা৷ আন্দোলেন অংশনগ্রহনকারী একজন বলেন, ‘‘আমি আতঙ্কিত যে পুলিশ বিক্ষোভকারীদের উপর হামলা চালাতে পারে৷ যে রাস্তায় আমরা আন্দোলন করছি সেটি খুব ছোট৷ আর তাই পুলিশ যদি হামলা করে তাহলে আমাদের পরিত্রানের উপায় নেই৷''   

গত কয়েকমাস ধরেই হংকংয়ে বিক্ষোভ চলছে৷ দেশটির প্রত্যাবাসন বিলের প্রতিবাদে কয়েকমাস আগে আন্দোলন শুরু করেন বিক্ষোভকারীরা৷ পরে স্বায়ত্তশাসন আর গণতন্ত্রের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যান৷

চলমান এ বিক্ষোভ পরবর্তীতে সহিংসতায় রুপ নেয়৷ পরিস্থিতি ঠেকাতে পুলিশ বিক্ষোভকারীদের উপর হামলা চালায়৷ এসময় পুলিশ অনেককেই আটক করে বলে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়৷

আন্দোলন ঠেকাতে হংকং প্রশাসনের নেওয়া পদক্ষেপকে সমর্থন জানিয়েছে চীন৷ গত সপ্তাহে বেইজিং জানায়, সুষ্ঠ আইনশৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের দায়িত্ব৷

আরআর/ এআই (রয়টার্স, এএফপি, এপি)