হংকংয়ে গণতন্ত্রকামীর মুক্তি
৩০ আগস্ট ২০১৯এদিকে রাজনৈতিক কর্মীদের আটকের প্রতিবাদে শনিবার হংকংয়ে অবস্থিত বেইজিং এর লিয়াজোঁ অফিসের সামনে বিক্ষোভ মিছিলকরার ঘোষণা দিয়েছে স্থানীয় একটি মানবাধিকার সংস্থা৷ সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ৷
ছাড়া পাওয়ার পর, ওয়ং-এর রাজনৈতিক দল ডেমোসিস্টো জানায়, পুলিশ তাঁকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়েছিল৷ দলটির পক্ষ থেকে আরো জানানো হয় যে, হংকংয়ের চলমান আন্দোলনের সমর্থক দলটির আটক আরেক সদস্য আগনেস চৌ-কেও মুক্তি দেয়া হয়েছে৷
এ দুই রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের সামনে বেআইনিভাবে সমাবেশ করার অভিযোগ আনে পুলিশ৷ আগামী ৮ নভেম্বর পর্যন্ত মামলাটি মুলতুবি রাখে আদালত৷
এখনো দাবি আদায় হয়নি
হংকংয়ের এ চলমান আন্দোলনের সময়ে পুলিশ বেশ কয়েকজন রাজনৈতিক কর্মীকে আটক করেছে বলে জানা গেছে৷ প্রত্যর্পণ বিলের প্রতিবাদ জানিয়ে প্রায় মাস তিনেক আগে এ আন্দোলন শুরু হয়৷ প্রবল আন্দোলনের মুখে যদিও প্রস্তাবিত বিলটি প্রত্যাহার করে নেয় হংকং সরকার তারপরও চলতে থাকে এ আন্দোলন৷ গণতান্ত্রিক অধিকারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আনদোলনকারীরা৷ তবে এখন পর্যন্ত তাঁদের দাবি-দাওয়া পূরণের কোন লক্ষণ দেখা যাচ্ছে না৷ বরং আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করছে বেইজিং৷
আরআর/কেএম (এএফপি, রয়টার্স, ডিপিএ)