স্মৃতি ফেরানোর ওষুধ আবিষ্কারে সাফল্য আসছে
১৮ জুন ২০১১ডিমেনশিয়া৷ মস্তিষ্কের এই রোগে মানুষ দ্রুত স্মৃতিশক্তি খুইয়ে ফেলে৷ কখনো স্বল্প সময়ের জন্য৷ কখনো বা দীর্ঘ সময় ধরে৷ এছাড়া আরও অনেক কারণেই চলে যেতে পারে স্মৃতিশক্তি৷ তার মধ্যে মস্তিষ্কে চোট আঘাতের সমস্যা তো আছেই৷ এই স্মৃতিভ্রংশের রোগের হাত থেকে মানুষকে রক্ষা করতে গবেষণা চালিয়ে বিজ্ঞানীদের একটি দল বেশ ভালো ফল পেয়েছেন৷
দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভিটেব্রি স্কুল অব এঞ্জিনিয়ারিং - এর বায়ো মেডিক্যাল দপ্তরের গবেষকরা চালিয়েছিলেন এই গবেষণা৷ প্রাথমিকভাবে তাঁরা ইঁদুরের মস্তিষ্কের দুটি অংশের নিউরনের মধ্যে তথ্য আদানপ্রদানের যে উপায় রয়েছে, তার মধ্যে এই গবেষণাটি চালান৷ দেখা যায়, যে ওষুধটি তাঁরা ব্যবহার করছেন, তার ফল হচ্ছে ঠিক আলো জ্বালাবার সুইচের মতন৷ সুইচ টিপলে বাতি জ্বলার মত, ওষুধ দিলে ইঁদুর তার স্মৃতি ফিরে পাচ্ছে, আবার না দিলে চলে যাচ্ছে সেই স্মৃতি৷
দুইভাবে কাজ করতে পারে এই নতুন গবেষণার ফসল৷ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান থিওডর বার্গার৷ জানিয়েছেন, স্বল্প সময়ের জন্য নষ্ট হয়ে যাওয়া স্মৃতি তো বটেই, দীর্ঘমেয়াদের হারিয়ে যাওয়া স্মৃতিও ফিরিয়ে আনছে এই নতুন গবেষণা৷ তবে, কেবলই ইঁদুরদের মধ্যে৷
কাজ তাই শেষ হয়নি এখনও৷ ইঁদুরদের ক্ষেত্রে সাফল্য মিলেছে৷ এবার কাজ শুরু হবে বাঁদরদের নিয়ে৷ বাঁদররা যদি এই ওষুধে ইঁদুরদের মতই সাড়া দেয়, তার পরের ধাপ অবশ্যই আমরা৷ মানে মানুষরা৷ আর মানুষের স্মৃতি ফেরাতে তখন নেমে পড়বে নতুন এই গবেষণার ফসল৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই